মুম্বইঃ বিচিত্ৰ সব পোশাকের কারণে বারাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ(Urfi Javed)। নিত্যনতুন পোশাকের কারণে তাঁকে বিভিন্ন সময় কটাক্ষ, উপহাস, বিদ্রুপ সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি এসব কিছুকে একদম পাত্তা দিতে চান না। এমনকি, পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাঁকে। কিন্তু বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন তিনি। প্ৰায় প্রতিদিনই ধরা দেন নিত্য নতুন পোশাকে।

ছবি, সৌঃ আন্তর্জাল
এবার যে পোশাকে Model উরফিকে (Urfi Javed) দেখা গেল তার বর্ণনা করা একটু মুশকিল। শরীরের উপরের অংশে প্ৰায় পোশাক নেই বললেই চলে। লজ্জা ঢাকতে স্তনযুগল ঢাকা কালো রঙের চোঙার মতো জিনিস দিয়ে। তার ওপর সোনালি রঙের কারুকার্য রয়েছে। কোমরের নীচের অংশ ঢাকা কালো কাপড়ে। উল্টোপাল্টা পোশাকের(Strange Costume) জন্য অনেকে তাঁকে অপছন্দ করেন।
তবে যেকোনও পোশাকেই তিনি স্বচ্ছন্দ, তাঁর এই বোল্ড লুকের জন্যই হয়তো প্ৰচুর ফ্যান ফলোয়াড়ও রয়েছে উরফির(Urfi Javed)। বিতর্কের মধ্যেও তাঁর সৃজনশীলতার নজির দেখা যায় মাঝেমধ্যে।