কলকাতাঃ টলিউডের (Tollywood couple) অনত্যম জনপ্ৰিয় জুটি দোলন রায়(Dolon Roy) এবং দীপঙ্কর দে(Dipankar Dey)। দীর্ঘ বছরের সম্পর্কে তাঁদের। বিদেশে নাটক করতে গিয়ে প্ৰথমে বন্ধুত্ব এবং তারপর প্ৰেম।
১৬ বছর সহবাসের পর গত ২০২০ সালের জানুয়ারিতে আইনি ভাবে বিয়ে সেরে নেন এই জুটি। দুজনের মধ্যে বয়সের ফারকও যথেষ্ট। তবু বলা হয় যে প্ৰমে বয়স কোনও বাধাই নয়।

ছবি, সৌঃ আন্তর্জাল
অভিনেত্ৰী দোলন রায়েরও(Actor Dolon Rpy) যথেষ্ট বয়স হয়েছে। তাঁদের দুজনের মধ্যে ৩০ বছরের সম্পর্ক। তারপরও একটা আক্ষেপ থেকে গেছে অভিনেত্ৰী দোলনের। বলা যেতে পারে অভিনেত্ৰীর মনের ভেতরে জমে থাকা একটি সুপ্ত ইচ্ছা সম্প্ৰতি একটি রিয়্যালিটি শো-তে (Reality Show) প্ৰকাশ করে ফেললেন।
শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) সঞ্চালিত একটি রিয়্যালিটি শো-তে অতিথি হিসাবে এসেছিলেন দোলন (Dolon Roy) এবং দীপঙ্কর(Dipankar Dey)। সবার সামনেই মনের ইচ্ছের কথা প্রকাশ করে ফেললেন দোলন।
বললেন, তাঁর খুব ইচ্ছে হয় মেয়ের মা হতে। তিনি নিজে মায়ের খুব কাছের। তবে বর্তমানে তাঁর মায়ের যথেস্ট বয়স হয়ে গিয়েছে। মনের সব কথা ভাগ করে নিতে পারছেন না। মেয়ে থাকলে বেশ বন্ধুর মতো তিনি মিশতেন। মনের সব কথা ভাগ করে নিতেন। তিনি যদি মা হতেন তাহলে মেয়ের সঙ্গে বেশ বন্ধুর মতোই মিশতেন।
এই কথাগুলো বলতে বলতেই খানিকটা চোখ ছলছল করে উঠেছিল দোলনের। পাশেই বসে ছিলেন দীপঙ্কর। তিনিও খানিকটা চুপই ছিলেন তখন। তারপর পরিবেশ হালকা করতে উঠে আসে অন্য বিষয়।