মুম্বাই: আজ আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার ডে। প্রতি বছর ৩১ মার্চ দিনটি আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার ডে হিসেবে পালিত হয়। রূপান্তরিত লিঙ্গের মানুষজনের জন্য নির্দিষ্টি করা হয়েছে এই দিনটি।
বিশ্বব্যাপী ট্রান্সজেন্ডার মানুষরা যাতে সমাজে তাদের ন্যায্য মর্যাদা পায় সে কারণে পালিত হয় এই দিন।
আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দিবসে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। ভিডিওতে ‘তালি’ বাজিয়ে সুস্মিতা সেন বলছেন -‘আব তালি বাজেগি হসলা বাড়ানে কে লিয়ে’ ! যার অর্থ ‘ওদের’ মনোবল বাড়াতে এবার সকলেই বাজাবে ‘তালি’।
সুস্মিতা সেন একটি অনুপ্রেরণামূলক ভিডিও শুটের জন্য ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের সাথে জুটি বেঁধেছিলেন। ভিডিওতে, গৌরী ও সুস্মিতাকে সকলের জন্য মুক্ত উদার বিশ্ব গড়ার ডাক দিতে দেখা গিয়েছে।
সুস্মিতা জানিয়েছেন, এবার থেকে ‘তালি’র আওয়াজে ভাসবে গোটা আকাশ। যাঁরা ‘তালি’ বাজায় তাঁদের জন্যই সাবাশি দেবে গোটা বিশ্ব। সময় এসেছে ওদের পাশে দাঁড়ানোর।
প্রসঙ্গত, রূপান্তরকামী শ্রী গৌরী সাওয়ান্তের চরিত্রে ‘তালি’ ছবিতে সুস্মিতা সেনকে দেখা যাবে। একটা ভালো কাজ বটে।
ছবিটি পরিচালনা করছেন প্রশংসিত মারাঠি চলচ্চিত্র নির্মাতা রবি যাদব।