নয়াদিল্লি: এ আর রহমানের বিরুদ্ধে ধিক্কার উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অস্কারজয়ী একজন শিল্পী, তিনি তো দায় এড়াতে পারেন না।
বাঙালির প্রিয় গায়ক এ আর রহমান। আগে বঙ্কিমচন্দ্রের লেখা ‘বন্দেমাতরম’কে নতুন আঙ্গিকে পেশ করে বাহবা কুড়িয়েছিলেন। কিন্তু এবার কী করলেন?
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক বানিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন এ আর রহমান।
একাত্তরের মুক্তিযুদ্ধের উপর তৈরি ছবি ‘পিপ্পা’, সেই ছবিতে কাজী নজরুল ইসলাম রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করে বিতর্কের মুখে পড়েছেন অস্কারজয়ী রহমান।
এই গান তো যেই সেই গান নয়। সেই গানের সুর পুরোপুরি বদলে দিয়েছেন রহমান, শুধু তাই নয়, গানের ক্রেডিটে উল্লেখ নেই নজরুলের নাম।
এটা তো কোনোভাবেই মানা যায় না। পণ্ডিত অজয় চক্রবর্তী এক সাক্ষাৎকার বলেছেন, ‘আমার ভালো লাগেনি। ওঁর মতো অত্যন্ত সুপরিচিত সুরকারের কাছে আমরা এটা আশা করি না। সরকারি পদক্ষেপ প্রয়োজন। লিখিত ভাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো উচিত।’
তবে তসলিমা নাসরিন রহমানের দোষ দিতে নারাজ। তিনি বোঝাতে চাইলেন দোষ এ আর রহমানের নয়।
ফেসবুকে লিখেছেন,
“বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আজ অন্তত একটি কারণে এক জোট হয়ে প্রতিবাদ করছে। দেখে ভাল লাগছে। কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহ কপাট গানটির সুর বিকৃত করেছেন বলে এ আর রহমানকে সবাই তিরস্কার করছে।
আমি ভাবছি দোষটা কি এ আর রহমানের? নাকি দোষটা পিপ্পা সিনেমার পরিচালক বা প্রযোজকের যাঁরা এ আর রহমানকে কারার ওই লৌহ কপাট গানের লিরিক্স দিয়ে নিজের মনের মাধুরি মিশিয়ে সুর দেওয়ার জন্য অনুরোধ করেছেন? তাহলে দোষটা তাঁদের দেওয়াই ভালো।
তামিল ছেলে এ আর রহমান হয়তো জানেনই না কাজী নজরুল ইসলাম কে ছিলেন, গানটির অর্থ হয়তো তাঁকে ব্রিফ করা হয়েছে, সেই অর্থ অনুযায়ী এ আর রহমানের যে সুর পছন্দ হয়েছে সেই সুরই তিনি ফাইনাল করেছেন। আমার মনে হয় না, গানটির আসল সুর শুনে সেটি কিচ্ছু হয়নি বলে ছুঁড়ে ফেলে তিনি নতুন সুর দিয়েছেন।
যদি দিয়ে থাকেন, তাহলে সেটা বাতিল করার দায়িত্ব পরিচালক এবং প্রযোজকের ছিল। দোষ কারও একার নয়, টীমের দোষ। এই টীমে কেউ কেউ হয়তো ইনোসেন্ট। এ আর রহমান ইনোসেন্ট হলে, যে গালিগুলো তাঁর ওপর বর্ষিত হলো, তার কী হবে? যে যার গালি গুণে গুণে ফেরত নেবেন তো”?
তবে তসলিমার এই কথার পক্ষে নেননি পাঠকরা। তারা লিখেছেন, একজন এত বড় মাপের শিল্পী ইতিহাস জানেন না, এটা মেনে নেয়া যায় না।
নয়াদিল্লি: এ আর রহমানের বিরুদ্ধে ধিক্কার উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অস্কারজয়ী একজন শিল্পী, তিনি তো দায় এড়াতে পারেন না।
বাঙালির প্রিয় গায়ক এ আর রহমান। আগে বঙ্কিমচন্দ্রের লেখা ‘বন্দেমাতরম’কে নতুন আঙ্গিকে পেশ করে বাহবা কুড়িয়েছিলেন। কিন্তু এবার কী করলেন?
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক বানিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন এ আর রহমান।
একাত্তরের মুক্তিযুদ্ধের উপর তৈরি ছবি ‘পিপ্পা’, সেই ছবিতে কাজী নজরুল ইসলাম রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করে বিতর্কের মুখে পড়েছেন অস্কারজয়ী রহমান।
এই গান তো যেই সেই গান নয়। সেই গানের সুর পুরোপুরি বদলে দিয়েছেন রহমান, শুধু তাই নয়, গানের ক্রেডিটে উল্লেখ নেই নজরুলের নাম।
এটা তো কোনোভাবেই মানা যায় না। পণ্ডিত অজয় চক্রবর্তী এক সাক্ষাৎকার বলেছেন, ‘আমার ভালো লাগেনি। ওঁর মতো অত্যন্ত সুপরিচিত সুরকারের কাছে আমরা এটা আশা করি না। সরকারি পদক্ষেপ প্রয়োজন। লিখিত ভাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো উচিত।’