• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Thursday, February 2, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home বিনোদন

রানাঘাটের রানুদিকে নিয়ে লেখিকা তসলিমা কিংবা লতাজি বাস্তববোধ থেকেই বলেছেন…

সাগরিকা দাস by সাগরিকা দাস
September 13, 2019 12:44 pm
রানাঘাটের রানুদিকে নিয়ে লেখিকা তসলিমা কিংবা লতাজি বাস্তববোধ থেকেই বলেছেন…

তসলিমা নাসরিন ও লতা মঙ্গেশকার

668
VIEWS
Share on FacebookShare on Twitter

রানাঘাটের রানু মণ্ডল এখন সর্ব পরিচিত একটি নাম। সত্যিই তিনি জন্মেছেন অসাধারণ গানের গলা নিয়ে। নয়তো পৃথিবীতে এমন বহু গায়ক-গায়িকা রয়েছেন, যাঁরা প্রতিদিন রেওয়াজ করে ভাল ফল দেখাতে পারলেও গলাটা ঠিকভাবে আসে না। সে দিক থেকে দেখলে, দারিদ্র্যতার সঙ্গে দিনরাত যাপন করেও রানুদির কণ্ঠ নষ্ট হয়ে যায়নি।

আর তাই নিয়মিত রেওয়াজ ছাড়াই কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকারের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গানটি গেয়েই ভাইরাল হয়ে পড়েছেন। পৌঁছে গেছেন জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার কাছে।

হিমেশ রেশমিয়া রানু মণ্ডলকে একজন ‘সেনসেশনাল সিঙ্গার’ হিসেবে অভিহিত করেছেন।

বুধবার মুক্তি পেয়েছে রানু ও হিমেশের গাওয়া ‘তেরি মেরি কাহানি’। হিমেশের আসন্ন ছবি “হ্যাপি হার্ডি অ্যান্ড হীর” ছবিতে মোট তিনটি গান গেয়েছেন রানু।

প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকার রানুদি সম্বন্ধে সম্প্রতি বলেছিলেন,”আমার গান গেয়ে কেউ যদি ভালো থাকে, উন্নতি হয় তাহলে সত্যিই নিজেকে ধন্য মনে করব। তবে আমার মনে হয় কাউকে নকল করে বেশি দিন থাকা সম্ভব নয়।কত জন আমার গানগুলো সুন্দর করে গান গায়। তবে সাফল্যের প্রথম ঝলকের পরে তাদের মধ্যে কতজনের কথা মানুষ মনে রাখে? আমি এটা বিশ্বাস করি যে নকলের স্থায়ীত্ব বেশি দিন নয় ৷ এরা ঝড়ের মতো আসে, ও ঝড়ের মতো চলে যায়।”

রানুদি ও হিমেশ রেশমিয়া

লতাজির মতো উদার মানুষের এই মন্তব্যে নেটিজনেরা বহু বাক্যব্যয় করেছেন। কারো কারো মতে, লতা মঙ্গেশকারের এমন মন্তব্য করার পূর্বে একটু ভেবে নেয়া উচিৎ ছিল!

আমরা যদি ধরে নেই, লতা মঙ্গেশকারের কথায় কোন ভুল নেই, কারণ মানুষের হুজোগে আজ রানুদি উচ্চস্থানে পৌঁছেছেন, কাল ভক্তরাই হয়তো তাঁকে নামিয়ে দেবেন! এ ব্যাপারে দৃষ্টান্ত দিতে গিয়ে লেখিকা তসলিমা নাসরিন উল্লেখ করেছেন সুজান বয়েলের কথা।

তিনি বলেন,

“রানু মণ্ডলের কাহিনী অনেকটা সুজান বয়েলের মতো।২০০৮ সালে ব্রিটেন গট ট্যালেন্ট শোতে এসেছিলেন সুজান বয়েল। দেখতে মোটেও ভালো নয়, শরীর ভর্তি চর্বি, পেটে ভূঁড়ি, চূড়ান্ত গেঁয়ো, চুলের কোনও স্টাইল নেই, কাপড় চোপড় যাচ্ছেতাই, বয়স প্রায় পঞ্চাশের কাছে, কথার কোনও ছিরি নেই। এমন মহিলা মঞ্চে কী আর পরিবেশন করবেন! সিমোন কাঊল তো রীতিমত অবজ্ঞার হাসি হাসছেন, যখন সুজান বললেন তিনি গান গাইবেন। সুজানকে ক্লাউনের মতোই মনে হচ্ছিল। দর্শকরাও মোটে আশা করছিল না সুজানের কাছ থেকে ভালো কিছু, বিচারকরা তো ননই। কারো এক্সপেক্টেশান ছিল না এক ফোঁটা। কিন্তু সুজান যখন গেয়ে উঠলেন আই ড্রিমড এ ড্রিম । মানুষ স্তব্ধ হয়ে গেল। গানটি শেষ হলে মানুষ ফেটে পড়লো উচ্ছাসে। সবাই, এমনকী সিমোনও সুজানকে স্ট্যান্ডিং ওভেশান দিলেন। সারা বিশ্বে তৎক্ষণাৎ বিখ্যাত হয়ে উঠলেন সুজান। তাঁকে নিয়ে বিশাল হই চই শুরু হয়ে গেল। বড় বড় রেকর্ড কোম্পানি তাঁর সিডি বের করার জন্য মরিয়া হয়ে উঠলো, প্রথম সিডি মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হলো। মানুষের মুখে মুখে সুজান বয়েল। সুজানকে সুন্দরী এবং স্মার্ট বানানোর জন্য তখন রাজ্যির কোম্পানি উঠে পড়ে লেগে গেল। সুজানের চুলের স্টাইল বদলে গেল, পোশাক আশাক বদলে গেল, চলাফেরা কথাবার্তা বদলে গেল। তাঁর জন্য মেকআপ ম্যান, হেয়ারড্রেসার, সেক্রেটারি কত কিছু। যখন সুজানের কাছ থেকে এক্সপেক্টেশান শুরু হয়ে গেল মানুষের, যেহেতু তিনি আই ড্রিমড এ ড্রিম গেয়ে মাতিয়ে দিয়েছেন বিশ্ব, তখন কিন্তু সুজানের গান অত ভালো কারও লাগেনি। সুজানের জনপ্রিয়তা আকাশ থেকে পাতালে নেমে গেল।

তসলিমা নাসরিন

রানু মন্ডল, স্টেশানে পড়ে থাকেন, রাস্তায় রাস্তায় ঘোরেন, লোকে তাঁকে ভারসাম্যহীন বলে,তাঁর মলিন কাপড়, তাঁর উস্কোখুস্কো চুল, তাঁর দারিদ্রে খাওয়া শীর্ণ শরীর। তিনি যখন গান গাইছিলেন, তাঁর কাছে কারও কোনও এক্সপেক্টেশান ছিল না। কিন্তু যখন চমৎকার গেয়ে ফেললেন ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ , খুব দরদ দিয়ে গেয়ে ফেললেন, লোকের কোলাহল, ফোনের শব্দ, রেলগাড়ির শব্দ কিছুই যাঁর মগ্নতাকে নষ্ট করতে পারেনি আর সেই গান রাতারাতি ভাইরাল হয়ে গেল, মানুষ ঝাঁপিয়ে পড়লো তাঁর ওপর। তাঁর বাড়ি খুঁজে বার করা, তাঁর সাক্ষাতকার নেওয়া, তাঁকে দিয়ে গান গাওয়ানো, রেডিও টেলিভিশন — কী না হচ্ছে! তাঁর বাড়িতে ভিড় লেগেই আছে। ব্যস রানু মণ্ডলের চেহারা বদলে দেওয়া হলো। তাঁর চুল কালি করানো হলো, মুখে স্নো পাউডার মাখানো হলো, খসখসে চামড়ায় তেল সাবান পড়লো। গায়ের নোংরা মলিন শাড়ি খুলে ফেলে ঝলমলে শাড়ি পরানো হলো। একেবারে হুবুহু লতা মুংগেশকার বলে বলে যারা পাগল হচ্ছিল, তারা হয়তো লক্ষ করছে যতটা ভাবা হয়েছিল, রানু মণ্ডল ততটা নন।

এক্সপেক্টেশান না থাকলে যে জিনিসটা প্রচণ্ড ভালো লাগে, এক্সপেক্টেশান থাকলে সেই একই জিনিসে কিন্তু মন ভরে না। রানু মন্ডল অবশ্যই ভালো গান গান। কিন্তু তিনি যদি লতা মুংগেশকারের মতো গাইতে না পারেন এখন, তাহলে কিন্তু বেশিদিন তাঁকে মানুষের ভালো লাগবে না।”

যাঁকে নিয়ে এমন মন্তব্য, সেই রানুদি, আবার রানুদিকে যিনি আজকের এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন সেই হিমেশ রেশমিয়া কি বলছেন এই বিষয়ে?

হিমেশ বলেন, “নেটিজেনরা লতা মঙ্গেশকারের বক্তব্য বুঝতে ভুল করেছেন। প্রত্যেকেরই জীবনে একজন করে অনুপ্রেরণা থাকা প্রয়োজন। আমাদের বোঝা প্রয়োজন লতাজি কী অর্থে কথাগুলো বলেছেন। আমার মনে হয়, কেউ যখন নকল করতে যায়, তখন বিষয়টা স্থায়ী হয় না। কিন্তু আমি মনে করি, কারো কাছ থেকে অনুপ্রাণিত হওয়া খুব প্রয়োজন। রানুদি লতাজির সেই অনুপ্রেরণাতেই গানগুলো গাইতেন।”

জীবনে অনুকরণ নয়, অনুসরণই মূল লক্ষ্য হওয়া উচিৎ। লতাজি আসলে সেটাই মানে করতে চেয়েছেন।

সুতরাং লতা মংগেশকার কিংবা বাংলাদেশের লেখিকা নাসরিন দুজনেই বাস্তববোধ থেকেই কথাগুলো বলেছেন। আবার হিমেশের বক্তব্যেও রয়েছে যে, অনুকরণ করলে সত্যিই টিকে থাকা যায়, বেঁচে থাকা যায় না। চাই কেবল অনুপ্রেরণা।

সুতরাং, রানু মণ্ডলকে চেষ্টা চালিয়ে যেতে হবে সৃষ্টির। আর সমাজকে শিখতে হবে ইতিবাচক মানসিকতা নিয়ে যে কোন কিছু বিচার করা।

কারণ রানু মণ্ডলকে নিয়ে করা লতা মঙ্গেশকারের উক্তিকে নেতিবাচক করে সমালোচনা শুরু করেছেন যে নেটিজনেরা, সেই নেটিজনেরাই কিন্তু রানুকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছিলেন কদিন আগেই। কারণ রানুদি অতীন্দ্র চক্রবর্তীকে (যিনি রানুদিকে সাহায্য করেছেন) ‘ভগবানের চাকর’  সম্বোধন করেছিলেন!

জগতে ভালবাসা, সম্মান কি এতই ঠুনকো?

 

 

No Result
View All Result

Recent Posts

  • ঘামে দুর্গন্ধ দূর করে বেল পাতার রস !
  • Budget ভাল না মন্দ? রাজনৈতিক মহল কী বলছে?
  • Valentines day উপলক্ষ্যে বিনামূল্যে Condom দিচ্ছে এই দেশ
  • গয়া যাচ্ছেন Sreelekha Mitra
  • বাংলাদেশে দূষণ নিয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোট  
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd