• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Thursday, February 2, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home বিনোদন

“কিন্তু ওকে জানতে পারলাম কই? ও তো সময়ই দিল না” শ্রীদেবীর স্মৃতিচারণায় আবেগবিহ্বল বাঙালি অভিনেত্রী শ্রীলেখা

এন ই নাও নিউজ by এন ই নাও নিউজ
February 25, 2020 12:30 pm
“কিন্তু ওকে জানতে পারলাম কই? ও তো সময়ই দিল না” শ্রীদেবীর স্মৃতিচারণায় আবেগবিহ্বল বাঙালি অভিনেত্রী শ্রীলেখা

শ্রীদেবী

113
VIEWS
Share on FacebookShare on Twitter

অভিনেত্রী শ্রীদেবী আবেগ; শ্রীদেবী ভালোবাসা; শ্রীদেবী চিরবসন্ত; শ্রীদেবী ভালোলাগা।

তাঁর স্মৃতিচারণা করে রীতিমতো আবেগবিহ্বল হয়ে পড়েন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি শ্রীদেবীকে দেবীর মতোইই ভক্তি করতেন। ইচ্ছে ছিল একবারটি পায়ের কাছে বসবেন।

আনন্দবাজার পত্রিকায় শ্রীলেখা লিখছেনঃ

“আমি যতদিন বেঁচে থাকব, আমার স্বপ্নের নায়িকা শ্রীদেবী আমার মধ্যেই থেকে যাবে। সেই কোন ছোটবেলায় ‘হিম্মতওয়ালা’ দেখতে গিয়ে আমার ওর সঙ্গে আলাপ। তার পরে ওর কোনও ছবি আমি বাদ দিইনি। ‘রূপ কি রানী চোরোকা রাজা’ দেখেছি আবার ‘সাদমা’-এর মতো ছবিও দেখেছি। শুধু ভেবেছিলাম একবার দেখা হবে, পায়ের কাছে বসে থাকব। এরকম অনুভূতি শাহরুখ, আমির, সাইফ কারোর সঙ্গে হয়নি।

ওই শিফন শাড়ি, ওই কথা বলার ধরন, ওর জীবনদর্শন সবকিছু আমি অনুসরণ করেছি। একজন অভিনেত্রী হয়ে দেখেছি কীভাবে নায়ককে জড়িয়ে ধরলেও বুকের কাছে তিনি নিজের হাত দুটো রেখে দিতেন। এখানেই তিনি অনন্য। সাক্ষাৎকারে পড়েছি মেয়েদের কীভাবে সামলেছেন। মেয়েরা বড় হলে আজকাল তারা কোনও বারণ শুনতে চায় না। কী করতেন মা শ্রীদেবী তখন? মেয়েদের নাইট পার্টিতে ছেড়ে দিতেন আর নিজে বাইরে গাড়িতে বসে থাকতেন। ভেবেছি, কেন এত রক্ষণশীল ছিলেন? আসলে নিজের শৈশব পাননি শ্রীদেবী। ১০-১১ বছরের একটা মেয়েকে নায়িকা সাজিয়ে সিনেমা করতে বলা হয়েছিল। স্বভাবতই বড় হতে হতে অনেক লড়াই করতে হয়েছে তাকে। তার মেয়েদের সঙ্গে যেন এমনটা না হয় সে দিকে কড়া নজর ছিল।

ওর প্রত্যেকটা চরিত্রের মধ্যে নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। অসাধারণ কমিক টাইমিং সেটা ‘চালবাজ’ দেখলেই বোঝা যায়। আজও যখন ওর নাচ দেখি আমার লোম খাড়া হয়ে যায়। ‘চাঁদনী’-তে ওই সাদা কাঁচুলি পরে নাচ… ‘ইংলিশ ভিংলিশ’-এ ওঁর অভিনয়ের অভিনবত্ব। একটু তাকানো। একটু হোঁচট খাওয়া। এগুলো পরিচালক নির্দেশিত নয়, শ্রীদেবীর নিজে থেকেই আসে। এরকম একজন রিফাইন্ড অ্যাক্টর আমার আর চোখে পড়ে না।

আমি বরাবর উত্তম-সৌমিত্রের মতো শ্রীদেবী-মাধুরীর ডিবেটে শ্রীদেবীর পক্ষ নিয়ে লড়াই করেছি। তবে ওঁর এই পরিণতি মেনে নিতে পারিনি। সে দিন সারারাত কেঁদেছিলাম। কিন্তু ওকে জানতে পারলাম কই? ও তো সময়ই দিল না!”

সত্যিই শ্রীদেবী আর তাঁকে জানার সময় দিলেন কোথায়? মৃত্যু-অকালমৃত্যু সবই কোন এক সময় মেনে নিতে হয়। কিন্তু শত হলেও সাধারণ মানুষের কাছে এ কেবল মনকে টেনে বেঁধে রাখা ছাড়া, সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই নয়। যে কোন ঘটনা মেনে নেওয়া এতটাই সহজ নয় জীবনে। তবুও হায় মানতে হয় সময়ের নিয়মে!

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যু হয়।

তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার বিবেচিত হন। অভিনয় করেছেন তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী শ্রীদেবী বিনোদন শিল্পে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

 

 

No Result
View All Result

Recent Posts

  • রোগা হওয়ার পরও মুকেশ পুত্ৰের ওজন বেড়েছে, এর নেপথ্যে কারণ
  • অসমের কাজিরঙা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন জি২০-র প্ৰতিনিধি দল
  • পশ্চিমবঙ্গের বীরভূম সফরে অন্য ভূমিকায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্ৰীকে
  • বিশ্বের ধনীদের তালিকায় ভারতীয়দের মধ্যে গৌতম আদানিকে টপকে এগিয়ে মুকেশ আম্বানি
  • দেশের নারীদের সঞ্চয় বাড়াতে বড় ঘোষণা অর্থমন্ত্ৰীর
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd