কলকাতা: বাবাকে হারিয়ে ভালো নেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ২০২২ সালে বাবাকে হারিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। জীবনের সবচেয়ে শক্ত ঘুঁটিকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন Sreelekha Mitra।

এবার বাবাকে ‘মুক্তি’ দিতে গয়া (Gaya) যাচ্ছেন অভিনেত্রী Sreelekha Mitra । ফেসবুকে সে কথা (facebook post) জানিয়েছেন।
বুধবার সন্ধেয় Sreelekha লেখেন, “বাবাকে একেবারে মুক্তি দিতে কাল গয়ার উদ্দেশে বেরোচ্ছি। এমন একটাও দিন যায়না, যেদিন বাবাকে স্বপ্নে দেখি না, মনে করি না। এই ক্ষতটা যে কী গভীর আমি তার তল খুঁজে পাইনা। আজও প্রত্যেকদিন বাবা বাবা করে কাঁদি।”

শ্রীলেখা বলেন, “মায়ের একটু অভিমান ছিল যে, আমি বাবাকে একটু বেশি ভালবাসি বলে। এখন যেটা আমার মেয়ের প্রতি আমার হয়। মা-বাবা মুক্ত হও আবার যেন দেখা হয়। তোমরা যাওয়ার পর থেকে আমি আর ভাল নেই।”