কলকাতা: Sreelekha Mitra একজন মেধাবী অভিনেত্রী। পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় অভিনেত্রী এবার অভিনয় করছেন বাংলাদেশের ওয়েব সিনেমায়।
‘Kolkata Diaries’ নামক ওয়েব ফিল্ম বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। Sreelekha Mitra ছাড়াও এতে রয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী দর্শনা বণিক। Sreelekha Mitra ও দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন।

এবং উল্লেখ করা জরুরি যে, ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি।
জানা গিয়েছে, এই ওয়েব সিনেমা চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। ওয়েব ফিল্মটি ৯০ মিনিটের।
‘কলকাতা ডায়েরিজ’ এর প্রযোজনা করছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্ট।