কলকাতা: শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)গান মুগ্ধ করে ফেলে অন্তর।ভারতীয় সঙ্গীত জগতের নতুন প্রজন্মের মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
সহজ সরল মেয়েটি শুধু দেশ নয়, আন্তর্জাতিকভাবেও নাম করে ফেলেছে। মুর্শিদাবাদের ছোট্ট মেয়েটিই আজ আইকন।
একথা জেনে সত্যিই অবাক হবেন যে, আমেরিকার (America) মাটিতে তাঁর নামে রয়েছে গোটা এক দিন! Shreya Ghoshal Day এদিন।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১২ মার্চ মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।
জেনে নিন যে, আমেরিকায় একটা গোটা দিন রয়েছে শ্রেয়ার নামে। ২৬ জুন দিনটি পুরোটা দেওয়া হয়েছে গায়িকাকে। এইদিন শ্রেয়া ঘোষাল ডে পালন করা হয়। শুনে নিশ্চয়ই গর্ব হচ্ছে? ভারতীয় বাঙালি মেয়েকে নিয়ে মাতে আমেরিকানরা।
২০১০ সালে যখন ওহিয়ো গিয়েছিলেন শ্রেয়া তখনই গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ঘোষণা করেন, ২৬ জুনটি শ্রেয়া ঘোষাল ডে হিসাবে পালন করা হবে।
