নয়াদিল্লি: বলিউড অভিনেতা শাহরুখ খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দেয়া হলো। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে অভিনেতাকে দেওয়া হয়েছে Y+ নিরাপত্তা।
এক্ষেত্রে শাহরুখ খান সবসময় তাঁর দেহরক্ষী হিসেবে ছয় পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। ভারত-জুড়ে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে।
শাহরুখ খানের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে MP-5 মেশিনগান, AK-47 অ্যাসল্ট রাইফেল এবং Glock পিস্তল থাকবে।
এদিকে, শাহরুখ খানের বাসভবন মন্নতেও পাহাড়া দেবে ৪ জন সশস্ত্র পুলিশ। নিরাপত্তার খরচ বহন করতে হবে শাহরুখ খানকে।
প্রসঙ্গত, বর্তমান সময়ও একদম বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ খান। জওয়ান’, ‘পাঠান’, পর পর দু’টি ছবির সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। তারপরই নিরাপত্তায় এই কড়াকড়ি করা হয়েছে।