মুম্বইঃ এবার এই স্ক্ৰিনে ধরা দিতে চলেছেন বলিউডের কিং খান এবং ভাইজান। টাইগার থ্ৰি সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ(Actor Shahrukh Khan) এবং সলমন(Actor Salman Khan)কে।
বলিউডের জনপ্ৰিয় স্পাই ফ্ৰ্যাঞ্চাইজি সিনেমা সলমান খানের(Actor Salman Khan) টাইগার, তারপর এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় আসছে টাইগার থ্ৰি। তাঁদের দুজনকে একত্ৰে দেখতে মুখিয়ে আছেন সিনেমাপ্ৰেমী তথা দুই অভিনেতার অনুরাগীরা।

ছবি, সৌঃ আন্তর্জাল
এই সিনেমায় ভাইজান ও কিংখান ছাড়াও ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) এবং ইমরান হাশমিরও(Emraan Hashmi) দেখা মিলবে।
এপ্ৰিলেই সিনেমার শ্যুটিং শুরু হবে। মুম্বইতে সিনেমার শ্যুটিং করবেন অভিনেতা শাহরুখ খান(Actor Shahrukh Khan)। অফিসারের চরিত্ৰে দেখা যাবে শাহরুখকে। সিনেমাটি পরিচালনা করছেন মণীশ শর্মা। চলতি বছরের দেওয়ালিতে সিনেমাটি রিলিজ হওয়ার কথা।
বছরের শুরুতেই ‘পাঠান’ রিলিজ করে চমকে দিয়েছেন কিং খান। বিশেষজ্ঞদের দাবি, পাঠান রিলিজ হওয়ার দিনই বক্স অফিস হিট করেছে।