মুম্বাই:Satish Kaushik নেই, এটা ভাবতেই পারছেন না জনগণ থেকে শুরু করে টলিউড জগৎ। Satish Kaushikর মৃত্যুতে সিনেমা জগৎ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর দেহ ময়নাতদন্ত হবে। ৮ মার্চ গুরুগ্রামে সতীশ কৌশিকের মৃত্যুর পর এদিন বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে দেহ। দিল্লির দীন দয়াল হাসপাতালে হবে সতীশ কৌশিকের মরদেহের ময়নাতদন্ত।
রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ভোর সাডে় পাঁচটায় সতীশ কৌশিকের মরদেহ দিল্লির দীন দয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত দিল্লির দীন দয়াল হাসপাতালের মর্গে আছে অভিনেতা সতীশের মরদেহ। ভেঙে পড়েছে এই মৃত্যুতে সকলেই।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সতীশ কৌশিকের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর সতীশ কৌশিকের মরদেহ দিল্লি থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হবে ।
১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। এবং পরবর্তী কালে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেছেন।
