বিংশ শতাব্দীর ভারতীয় বাংলা গানের কিংবদন্তী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী শচীন দেববর্মন তথা সর্বজনপ্রিয় আরডি বর্মনের আজ ১১৩ তম জন্মদিন। ১৯০৬ সালের পয়লা অক্টোবর বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি।
গায়কের চরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Remembering the legendary music composer Sachin Karta (S D Burman) on his birth anniversary
প্রবাদপ্রতিম সঙ্গীত নির্দেশক শচীন দেব বর্মনের জন্মবার্ষিকীতে জানাই প্রণাম
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2019
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লিখেছেনঃ
Tributes to great Indian music director, singer and pride of #Tripura Shri Sachin Dev Barman ji on his birthday.
He was one of the most successful and influential Bengali and Hindi music composers of his era.His mesmerizing compositions & film songs are still enjoyed. pic.twitter.com/lXgISUdl4q
— Biplab Kumar Deb (@BjpBiplab) October 1, 2019
শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি, বাঁশি শুনে আর কাজ নাই, কে যাসরে ভাটি বাইয়া, আমার ভাইধনরে কইও নাইওর নিত আইয়া…। এমনই মনের এক এক ভাবের সঙ্গে জড়িত শচীন দেববর্মন।
সুবিখ্যাত গায়ক ও সুরকার এবং চিত্রজগতের প্রখ্যাত সংগীত পরিচালক এসডি দেব বর্মন। অনুরাগী মহলের প্রিয় নাম ‘শচীন কর্তা’।
১৯২৩ সালে শচীন দেববর্মন আকাশবাণী কলকাতা থেকে প্রথম গান করেন। প্রথম গানেই শ্রোতার চিত্ত জয় করে নিলেন।
এরপর ১৯৩০ এর দশকে রেডিওতে পল্লিগীতি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
লাভ করেছেন বহু সম্মাননা। যদিও তাঁর জীবনে সবচাইতে বড় সম্মাননা ছিল মানুষের আন্তরিক ভালবাসা।
১৯৫৮ সালে শচীন কর্তা ভারতের সঙ্গীত নাটক আকাদেমি ও এশিয়ান ফিল্ম সোসাইটি, লণ্ডন থেকে সম্মানিত হয়েছিলেন।
১৯৬৯ সালে ভারত সরকার প্রদত্ত ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন।
সঙ্গীতের রাজকুমার শচীন কর্তার জন্মদিনে ‘নর্থ ইস্ট নাও’ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।