মুম্বই: Satish kaushik এর মৃত্যু মেনে নিতে পারেনি মানুষ। এত জলজ্যান্ত একটা মানুষের হঠাৎ মৃত্যু! বলিউডের অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যু ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।
এবার সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন এক মহিলা। ব্যবসায়ী ও কুবের গ্রুপের ডিরেক্টর বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভী মালু (Saanvi Malu) দাবি করেন, তাঁর স্বামীই অভিনেতা সতীশ কৌশিককে খুন করেছেন। এই নিয়ে তিনি দিল্লির পুলিশ কমিশনার(Delhi Police Commissioner)-কে চিঠি লিখেছেন।
উল্লেখ্য যে, গত ৯ মার্চ মারা যান বলিউড অভিনেতা সতীশ কৌশিক। জানা গিয়েছে, মৃত্যুর দিন সতীশ কৌশিক দিল্লির যে ফার্মহাউসে (Farm House) ছিলেন, সেটা বিকাশ মালুরই ছিল।
এই বিষয়ে দিল্লির পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে সানভী মালু জানিয়েছেন, অভিনেতা সতীশ কৌশিক তাঁর স্বামী বিকাশ মালুকে ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন। তাঁর স্বামী বিদেশে থাকায়, সেখানেও গিয়ে টাকা উদ্ধার করার চেষ্টা করেছিলেন সতীশ কৌশিক। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
শেষপর্যন্ত ঝগড়াঝাটির পর বিকাশ মালু প্রতিশ্রুতি দেন, ভারতে ফিরে সতীশ কৌশিককে টাকা দেবেন।
হয়তো এই টাকার জন্যে সতীশ কৌশিককে খুন হতে হয়েছে।সানভী দাবি করেছেন, হোলির পর দিন মুম্বই থেকে দিল্লিতে এসে বিকাশের ফার্মহাউসে উঠেছিলেন সতাশ কৌশিক। সেখানেই রাতে অসুস্থ হয়ে পড়ায়, তাঁর তীব্র সন্দেহ তাঁর স্বামী বিকাশই বিষ খাইয়ে দিয়েছিলেন সতীশ কৌশিককে। এই টাকার জন্যেই খুন করা হয়েছে সতীশকে। এমনটাই সন্দেহ। যেন এত পরিমাণ টাকা আর ফেরাতে না হয়।
তবে অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সতীশ কৌশিক।