ঢাকা: পরীমনি আবার শিরোনামে। এবার জানা গেল শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী। তবে বাংলাদেশের পত্রিকা মারফত জানা গেল রাজ নাকি সেটা অস্বীকার করেছেন।
জানা গিয়েছে , ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। তাঁর পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
তাঁদের সম্পর্ক এমনিতেও টানাপোড়েনে। বারবার বিচ্ছেদ, মিল এই হয়।
দেড় বছরের দাম্পত্য জীবনে তাদের নানা ঘটনা আলোচনায় এসেছে। তভে এখন আর তাদের বিষয় নিয়ে কেউ তেমন সিরিয়াস নন। রাজকেই সবাই বলেন, এত সুন্দর সন্তান, স্বাবলম্বী স্ত্রী থাকতে কেউ এভাবে থাকে?