ঢাকা:মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন তিনি। রাজ-পরীর ঘর আলো করে এসেছে রাজপুত্র।
শ্রেষ্ঠ একটা ছবি শেয়ার করেছে পরীমনি। মায়ের কোলে সন্তান। নতুন অতিথিকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস বইছে।নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন।
কত আগে থেকেই সন্তানের জন্যে তৈরি হচ্ছিলেন। সেই আশা পূরণ হলো।স্বজন, সহকর্মীরা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে পরীমনির সন্তান। হাসপাতালে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
আর এর মধ্যেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি। জানালেন নাম। বৃহস্পতিবার নবজাতকের ছবি প্রকাশ করেছেন তিনি। পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন মা পরী। নায়িকা ক্যাপশনে লেখেন— ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সময়গুলো সুন্দর হোক পরীর। বলা বাহুল্য, পরী মনির সঙ্গে শরিফুলের আলাপ হয়েছিল গুনিন ছবির হাত ধরে। মাত্র সাত দিন প্রেম করেছিলেন তাঁরা। তারপর গত মার্চ মাসে তাঁদের চার হাত এক হয়ে যায়। বিয়ের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি।
প্রচুর ছবি শেয়ার করেছেন। ছবি গুলো ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। অভিনেত্রী সাধ খাওয়ার অনেক ছবি ভক্তদের শেয়ার করেছিলেন।