নয়াদিল্লি: Pathan জ্বরে কাঁপছে ভারত। সারা দেশে একটাই নাম ‘পাঠান’ (Pathaan)। বিতর্ক যত না হয়েছে, তার থেকে বেশি মানুষ পাঠান দেখছে।
বয়স বাড়লেও শাহরুখের ক্রেজ এখনো এক। মাতাতে পারেন। প্রতিদিন হাউজফুল থাকছে পাঠান দেখতে সিনেমা হলগুলি।
এবার তো খোদ রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে দেখানো হয়েছে ‘পাঠান’। সেই স্ক্রিনিং-এর ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের আধিকারিকরা ভালোই উপভোগ করেছেন Pathan।

নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে শনিবার আয়োজন করা হয়েছিল ‘pathan’ ছবির বিশেষ প্রদর্শনের। সরকারি কর্মকর্তারা পাঠান উপভোগ করলেন।
উল্লেখযোগ্য যে, গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাঠান’। প্রচুর আয় করেছে pathan।