নয়াদিল্লি: বিয়ে যাকে বলে বিয়ে। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে রাজা ও রানির মতো একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া।

একদম চোখ ধাঁধিয়ে দেয়ার মতো।
সোমবার সকালে তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী। ভক্তরা মুগ্ধ।
নায়িকার মুখভরা হাসি। পরনে আইভরি রঙের লাহেঙ্গা, গলায় জমকালো হার।

ভালবেসে পরিণীতির কপালে স্নেহের চুমু এঁকে দিচ্ছেন রাঘব। সবাই শুভেচ্ছা জানান নব দম্পতিকে।