কলকাতা: এ আর রহমানকে নিয়ে সমালোচনায় মুখর প্রত্যেকে । বিতর্কের কেন্দ্রে ঢুকে পড়েছেন তিনি।
কবি নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে এবার নেটপাড়ার তীব্র ক্ষোভের মুখে পড়লেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।
ক্ষিপ্ত হয়ে পড়েছেন জনগণ। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন গায়ক রহমান। এই গান বাঙালিরা যেভাবে শুনতে অভ্যস্ত, তাকে একেবারে নষ্ট করে ফেলেছেন রহমান।
উল্লেখযোগ্য যে, পরিচালক রাজাকৃষ্ণ মেননের ছবি ‘পিপ্পা’য় ব্যবহার হয়েছে নজরুল ইসলামের এই গান।
১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া ছবিটিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’।
কিন্তু এ আর রহমান তাকে বিকৃত করেছেন। তাকে নিয়ে এখন নেটপাড়া উত্তাল।