প্রথম স্মারক হিসেবে সিলভার বাটন লাভ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ।
তাঁর ইউটিউব চ্যানেলটি দর্শকের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে । সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে । এই সুবাদে তিনি ইউটিউবের পক্ষ থেকে বাটনটি লাভ করলেন ।
মেহজাবীন মনে করেন সকল ইউটিউব সাবস্ক্রাইবারদের নিয়ে তাঁর একটা সত্যিকারের পরিবার গড়ে উঠেছে ।
পেশাদারি ইউটিউবার নয়, নিছক খেলাচ্ছলে তিনি তাঁর চ্যানেলটি খুলেছিলেন। কিন্তু সত্যি সত্যিই তা দর্শকের মন ছুঁয়ে গেছে । এবং শীঘ্রই সাবস্ক্রাইবারের সংখ্যাও বেড়ে চলেছে ।
অভিনেত্রী মেহজাবীন বলেন, ‘গত বছর মজা করতে করতে একটি ভিডিও বানাই। পরে সেটা ইউটিউবে আপলোড করি। দেখলাম, খুব ভালো রেসপন্স পাচ্ছি। এরপর থেকে চলছে ধারাবাহিক নির্মাণ ও আপলোড।’
প্রসঙ্গত, মেহজাবিন ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন । বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন এবং নাটকে নিয়মিত অভিনয় করছেন ।