
অভিনেত্রী করিনা কাপুরের কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। একটি সুস্থ সন্তান। এবারও ছেলে সন্তানই হয়েছে করিনা-সইফের।
রবিবার পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা।
সইফিনার প্রথম সন্তান তৈমুর।
পতৌদির নবাব পরিবারে নতুন সদস্যের আগমনে খুশির জোয়ার সোশ্যাল মিডিয়াজুড়ে।
কাপুর আর খান পরিবারে আনন্দের বন্যা।
একরত্তিকে দেখার জন্যে ইতিমধ্যে আগ্রহ জন্ম নিয়েছে নেটিজনদের মধ্যে।
জানা যাচ্ছে, শনিবার দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করিনা ভর্তি হন।
আজ রবিবার, তাঁর সি-সেকশন ডেলিভারি হয়েছে। করিনার সন্তান পুরোপুরি সুস্থ আছে। একথা জানা গিয়েছে করিনার বাবা অভিনেতা রণধীর কাপুরের মুখে।
তিনি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘করিনা এবং তাঁর বাচ্চা ভালো আছে। আমি খুব খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আবার দাদু হয়ে খুব ভালো লাগছে। আমি ওর জন্য মঙ্গলকামনা শুরু করে দিয়েছি’।
করিনা কাপুরের গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। তবে সেই তারিখ পিছিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছিলেন যে কোনওদিনই সন্তানের মা হতে পারেন করিনা।
অতঃপর রবিবার সকালে কোল আলো করে এল পুত্র সন্তান।আজ সকাল ৯টায় জন্ম হয়েছে সন্তানের।
এদিকে, সইফ-করিনার প্রথম সন্তান তৈমুর গত ডিসেম্বরে মাসে চার পূর্ণ করেছে।
এখন যে বড় দাদা। তবে ইনায়ার জন্মের পরেই দাদা হওয়ার প্রাথমিক অনুভূতিটা পেয়েছিল সে। সে নাকি ভাইয়ের জন্মে ভীষণ খুশি। জানালেন রণধীর।
তিনি জানান, ‘ ও তো লাফাচ্ছে! ভীষণ খুশি.. আমরা সকলেই খুব খুশি, মন থেকে সবার জন্য প্রার্থনা করছি’।
তৈমুরের জন্মের পর গোটা দেশে বিতর্কের ঝড় উঠেছিল করিনা কাপুর আর সইফ আলি খানকে নিয়ে ৷
প্রশ্ন আসছিল কেন সইফ-করিনা ছেলের নাম অত্যাচারী সুলতান তৈমুরের নামে রাখলেন?
অবশ্য সইফ ও করিনা দু’জনেই নিজের মতো করে সেই বিতর্কের জবাব দেয়ার চেষ্টা করেন।
জানান যে, তৈমুর শব্দের অর্থ হল লোহা। সে থেকেই সন্তানের নাম ৷
এখানে ভিন্ন অর্থ করার মানে নেই।
করিনা কিন্তু গর্ভবতী নিজেকে নিজেই যথেষ্ট ফিট রাখার চেষ্টা করেছেন।
বেবি বাম্প নিয়ে ফটোশুট করেছেন ৷ নিয়মিত কাজ করেছেন। শারীরিক এবং মানসিকভাবে নিজেকে ফিট রেখেছেন, যা প্রত্যেক মায়ের প্রয়োজন।