নয়াদিল্লি: প্রয়াত অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা Jaya bheda। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর বলছে, ২৮ জানুয়ারি মারা যান তিনি।
জানা গিয়েছে, জয়ার মাল্টি অর্গান ফেলিওর হয়। আগে ক্যানসার মুক্ত হয়েছিলেন জয়া। পরে কিন্তু সম্প্রতি ফিরে এসেছিল সেই রোগ আবার। আর মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়েছিল।
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। মায়ের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন Rakhi Sawant।
জানা যায়, রাখির মা ভর্তি ছিলেন মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউ-তে। সেখানেই মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে বলছিলেন রাখি।
এদিকে রাখিকে নিয়েও এখন মাতামাতি চলছে। গত কয়েক মাস ধরেই চর্চায় আছে রাখির ব্যক্তিগত জীবন। গত মাসেই রাখি ঘোষণা করেন প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে গত মে মাসেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি। ইসলাম ধর্মও গ্রহণ করেছেন অভিনেত্রী। এই নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে।