কলকাতা:আজকাল প্রত্যেক সেকেণ্ডে ছবি তোলা হয়। মোবাইল সাথে, আর সেলফি (selfie) কেউ তুলবেন না তা কী হয়! আট থেকে আশি মজেছে সেলফিতে (selfie)।পৃথিবী এখন অনেক সহজ হয়ে পড়েছে।
কিন্তু ভাবতে পারেন আগেকার কথা? কেমন ছিল সময়টা? তবে আমাদের হাতেও এত তাড়াতাড়ি ফোন আসেনি, এখনকার বাচ্চাদের হাতে যেমন মোবাইল দেখা যায়।

স্মার্টফোন দিয়ে সবাই নিজস্বী তুলতে ব্যস্ত। আজকাল কোনো বিখ্যাত মানুষকে কাছে পেলে তাঁর অটোগ্রাফ নেয়ার চল উঠে গেছে। এখন সবাই সেলফি (selfie) নেন।
তবে এই প্রশ্ন নিশ্চয় কখনো না কখনো এসেছে যে ভারতে প্রথম নিজস্বী (selfie) কবে তোলা হয়েছিল?
তাহলে চলুন জানি:
যে ছবিটিকে ভারতের প্রথম নিজস্বী (India’s first selfie) বলে ধরা হয়, সেটি তোলা হয়েছিল উনবিংশ শতাব্দীতে।
উনবিংশ শতাব্দীতে তথা ১৮৮০ সালে ছবিটি তোলা হয়েছিল। এবং ছবিটি তুলেছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য (maharaja birchandra manikya)।
সেই ছবিতে দেখা যায় মহারাজা বীরচন্দ্র (maharaja birchandra), তাঁর স্ত্রী মহারানি খুমান চানু মনমোহিনী দেবীকে।সেখানে তাঁরা অর্থাৎ রাজা বীরচন্দ্র (birchandra) ও রানি খুমান চানু ঘনিষ্ঠ ভাবে বসা। ছবিটি খুব আকর্ষিত।

ছবিটি একটু ভালোভাবে করুন যে দেখা যাবে, রাজা বীরচন্দ্র (birchandra) নিজের বাঁ হাতে কিছু একটা চেপে ধরে আছেন। জানা গিয়েছে, সেটি ক্যামেরার সঙ্গে একটি লম্বা তার দিয়ে যুক্ত। যন্ত্রটি টানলেই তোলা হয়ে যাবে আপনার ছবি (selfie)। অর্থাৎ টানা সিস্টেমে।
ক্যামেরা সামনে বসিয়ে রেখে হাতে ওই লিভারের সাহায্যেই বীরচন্দ্র (birchandra) ক্যামেরার শাটার টেনেছিলেন। টেনে শুরুটা কিন্তু সেই কবে করে গিয়েছিলেন মহারাজা বীরচন্দ্র(Maharaja Bir Chandra) !
তবে বিষয়টি আশ্চর্যজনক বটে। যদিও বীরচন্দ্রের (birchandra) ক্ষেত্রে আশ্চর্যের নয়। সেই সময়েও বীরচন্দ্রের কাছে ছবি তোলার সব সরঞ্জাম ছিল।জানা যায় ছবির কাজ করার জন্য নাকি তাঁর রাজপ্রাসাদে ‘ডার্ক রুম’-ও ছিল।

উল্লেখ করা জরুরি যে,মহারাজা বীরচন্দ্র ভারতে প্রথম ‘ড্যাগেরোটাইপ (একটি রূপালী প্লেট এবং পারদ বাষ্প দিয়ে ছবি তোলার পদ্ধতি)’ ফটোগ্রাফির প্রবর্তন করেছেন।