সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চঃ শিলচরের উদ্যোগে আগামি ২০ সেপ্টেম্বর থেকে চারদিনব্যাপী “ভারত-বাংলাদেশ নাট্যোৎসব” অনুষ্ঠান শুরু হতে চলেছে।
শিলচরের ‘বঙ্গভবনে’ প্রতি চারদিন সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। ২০ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
ভারত-বাংলাদেশ নাট্যোৎসবে অংশগ্রহণ করবেন গুয়াহাটি, বরাক উপত্যকাসহ বাংলাদেশের রাজধানী ঢাকা, সিলেট, আগরতলার বহু বিখ্যাত নাট্যদলের নাট্যকারেরা।
প্রথম দিন (২০ সেপ্টেম্বর) মঞ্চস্থ হবে দু-খানা বিখ্যাত নাট্যদলের নাটক
১/ পদাতিক (ঢাকা)
২/ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চঃ শিলচর
দ্বিতীয় দিন (২১ সেপ্টেম্বর) সিলেট এবং অসমের গুয়াহাটির দুটো নাট্যদলের পক্ষ থেকে নাটক মঞ্চস্থ হবে।
১/ সিলেটের কথাকলি
২/ গুয়াহাটির সূর্য
উৎসবের তৃতীয় দিন (২২ সেপ্টেম্বর) নাটক পরিবেশনে থাকছে আগরতলার নাট্যভূমি এবং সিলেটের থিয়েটার সিলেট
ভারত-বাংলাদেশ নাট্যোৎসবের সমাপ্তির দিন মোট তিনটি নাট্যদলের পক্ষ থেকে নাটক মঞ্চস্থ হবে।
১/ হাইলাকান্দির বিবর্তন থিয়েটার
২/ পয়লাপুলের রেস থিয়েটার
৩/ সিলেটের নান্দিক নাট্যদল।
আয়োজকের পক্ষ থেকে সকল নাট্যপ্রেমীদের উপস্থিতি কামনা করা হয়েছে।