ঢাকা: বাংলাদেশের জন্য দুঃখের খবর। অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বাংলাদেশের পত্রিকা দেশ রূপান্তরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান। জানা যাচ্ছে, অভিনেত্রীর মরদেহ রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে।
এমনটাই ধারণা করা হচ্ছে যে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। তবে ঘটনা এখনো নিশ্চিত না।
২০০৬-এ হুমাইরা হিমুর প্রথম নাটক ছায়াবীথি প্রচারিত হয়। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন।
হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।