নয়াদিল্লি: হ্যারি পটারের বিখ্যাত অভিনেতা স্যার মাইকেল গ্যাম্বন মারা গিয়েছেন, ৮২ বছর বয়সে মারা গিয়েছেন। তিনি হাসপাতালেই মারা গিয়েছেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে।
উল্লেখযোগ্য যে, হ্যারি পটারের আটটি চলচ্চিত্রের মধ্যে ছয়টিতেই প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তিনি মারাত্মক জনপ্রিয়তা পেয়েছেন।
অসুস্থ ছিলেন তিনি। স্ত্রী লেডি গ্যাম্বন এবং ছেলে ফার্গাস বলেছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরিবারের সঙ্গেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গ্যাম্বন।