কলকাতা: এবার পুজোয় বাঙালির আকর্ষণ বাঘাযতীন। স্বাধীনতা সংগ্রামীর চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন দেব।
আর বাঘা যতীন শুধু বাংলায় নয়, দেশ জুড়ে রিলিজ হচ্ছে। এই ছবিতে পরিচালক হচ্ছেন অরুণ রায়।
কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেব।
‘এই ছবিতে ৯২টা চরিত্র রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু শুধু চরিত্র নয়। দেশের স্বাধীনতায় এদের অবদান অনস্বীকার্য। বাঘা যতীনের নাম তো তাও জায়গা পেয়েছে বইয়ের পাতায়। কিন্তু এদের বেশিরভাগারই নাম নেই কোথাও। আমরা স্বাধীনতা সংগ্রামী বলতে গেলে চার-পাঁচজনকেই মনে রাখি। আমি বাঘা যতীন করছি বলে কাওকে ছোট করছি না। চার্লস টেগাট যিনি ব্রিটিশদের সবচেয়ে ডাকসাঁইটে অফিসার ছিলেন তাঁর আত্মজীবনীতে লেখা আছে, যদি বাঘাযতীন বেঁচে থাকতেন তাহলে গান্ধীজির জন্ম হত না।
বুড়িবালামে যদি জাহাজ পৌঁছে যেত, ভারতবর্ষের ১-২ বছর লাগত স্বাধীনতা পেতে। ওই অস্ত্র যদি জার্মানি থেকে আসত দেশে। ১৯১৫-১৯১৭-এর মধ্যে স্বাধীনতা পেয়ে যেত ভারত। আমার মনে হয় বাঙালি কেন, দেশের প্রত্যেকটা মানুষের জানা উচিত। তাই বাইরে একটা হলেও হলে মুক্তি পাক বাঘা যতীন।’, আজ তক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন দেব।