কলকাতা: দেখে একফোঁটা চেনার উপায় নেই যে এটাই দেব! মাথা ভর্তি চুল। মুখে উস্কো খুস্কো দাড়ি। সারা মুখে দাগ ছোপে ভর্তি।
ক্লান্ত তবে দীপ্ত চেহারা। এটি আসলে তাঁর আগামি ছবি ‘বাঘাযতীন’-এর নয়া লুক।
‘বাঘাযতীন’ ছবিতে অবশ্য দেবের আরও কিছু লুক আগেই সামনে এসেছে।
ছবিটি পঞ্চমীর দিন মুক্তি পাবে। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে দেবের ছবিটি, প্রযোজনায় দেবের নিজের সংস্থা।