ঢাকা: চঞ্চল চৌধুরী বরাবরই ঝড় তোলেন। এবারও চমকে দিলেন। আগামী ১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। সেখানে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের লুকে দুটি ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে যখন আমি।
শুভ মুক্তি ১৩ অক্টোবর ‘মুজিব : একটি জাতির রূপকার’।
উল্লেখ করা জরুরি যে, বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচাইতে বড় বাজেটের চলচ্চিত্র এটি। ছবিটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।