কলকাতা: ফের বাবা হচ্ছেন অভিনেতা জিৎ। সুখবরটি দিলেন ভক্তদের। নতুন অতিথি আসছে জিতের ঘর আলো করে।

ফের একবার সন্তানের বাবা হতে চলেছেন তিনি। এর আগে মেয়ে নবন্যাকে পরিবারে সুস্বাগতম জানিয়েছিলেন ২০১২ সালে।
জিতের স্ত্রীর নাম মোহনা। জিৎ আনন্দিত। এটাই স্বাভাবিক।
“আমরা নিদারুণ আনন্দিত, এবং এই খবর আপনাদের জানাচ্ছি যে, সামনের দিনে আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। আমাদের জন্য প্রার্থনা করবেন।”
বাংলার সুপারস্টার সুখবর দিতেই শুভেচ্ছার বন্যা। অভিনেতাকে ভালবাসা জানিয়েছেন তাঁর ভক্তরা।