কলকাতা: চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসানের অভিনয় মন কেড়ে নেয়ার মতো। আজ মুক্তি হচ্ছে অর্ধাঙ্গিনী।আর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় মানেই হচ্ছে অন্য ধাঁচের ছবি।
বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে একের পর এক ছক ভাঙা সিনেমা উপহার দিচ্ছেন কৌশিক। পরিচালকের পরবর্তী ছবি ‘অর্ধাঙ্গিনী’ সুরিন্দর ফিল্মস এর প্রযোজনায় ছবির মুক্তি আজ।
ছবিতে আছেন জয়া এহসান, চুর্ণী গঙ্গ, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য। কৌশিকের বর্তমান স্ত্রী চরিত্রে জয়া, প্রাক্তন স্ত্রীর চরিত্রে আছেন চুর্ণী গঙ্গোপাধ্যায়। দর্শকের আশা বাড়ছে।


অর্ধাঙ্গিনী দুই নারীর অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে।