‘বাইশে শ্রাবণ’! শেষ হয়েও হইল না শেষ। আজ্ঞে হ্যাঁ সৃজিত মুখার্জীর ‘বাইশে শ্রাবণ’। ২০১১ সালে টলিউডের ব্লক ব্লাস্টার ছবি ছিল এটি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেরা অভিনয় মনের ভিতরে দোলা দেবে আজীবন।
এবার দীর্ঘ ৮ বছর পর এবার ‘দ্বিতীয় পুরুষ’ কে সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিতে ফিরছেন সৃজিত মুখার্জী! বাইশে শ্রাবণের মতো এ ছবিও থ্রিলার। নাড়া দেবে অন্তরে।
প্রযোজক SVF এর কর্ণধার মহেন্দ্র সোনি। তিনি সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন, ‘২২শে শ্রাবণ বাঙালি দর্শকের কাছে থ্রিলারের সংজ্ঞাটা বদলে দিয়েছিল। আর সৃজিত তো থ্রিলার বানাতে সিদ্ধহস্ত। তাই আমার মনে হয় এই ছবিটাও দর্শকদের মনে একইরকম উত্তেজনা সৃষ্টি করবে।’
ছবি সম্বন্ধে যদিও এখনই মুখ খুলতে রাজি হননি সৃজিত। তথাপি কিছুটা আন্দাজ করা যাচ্ছে, ২২শে শ্রাবণ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘দ্বিতীয় পুরুষ’।
বাইশে শ্রাবণের যেখানে শেষ, দ্বিতীয় পুরুষের সেখানে শুরু।
তাহলে ‘দ্বিতীয় পুরুষ’এ প্রসেনজিত চ্যাটার্জীর সেই চেয়ার কে দখল করবেন? নিরুত্তর সৃজিত। ‘কথাবার্তা চলছে। এখনও কিছু ঠিক হয়নি। খুব তাড়াতাড়ি আমরা সেই নাম ঘোষণা করব।’
পুজোর পর থেকেই জোরকদমে শুরু হবে শুটিং। দুরন্ত আশা নিয়ে অপেক্ষায় থাকুন আপনারা। ২০২০ সালের নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে (২৩ জানুয়ারি) মুক্তি পাচ্ছে ‘দ্বিতীয় পুরুষ’।