কলকাতা: পুজোর আগে অভিনেতা জিতের পরিবারে খুশির খবর। নতুন সদস্যের আগমণ ঘটেছে জিৎ, মোহনা ও মেয়ে নভন্যার জীবনে ৷ পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা জিৎ ৷
জিৎ লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।”
স্ত্রী মোহনা ও নবজাতক ভালো আছে। সদ্য জন্ম নেয়া ছেলে ছাড়াও জিৎ-মোহনা দম্পতির ১১ বছরের একটি মেয়ে আছে। তার নাম নভন্যা।