কলকাতাঃ গত বৃহস্পতিবার রাজ্যের টলি অভিনেতা বনি সেনগুপ্ত(Actor Bonny Sengupta)কে জেরা করে ED। আজ মঙ্গলবার ফের অভিনেতাকে আড়াই ঘন্টা ধরে জেরা করেন EDর আধিকারিকরা। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের(Kuntal Ghosh) কাছ থেকে ৪০ লক্ষ টাকায় একটি গাড়ি কিনেছিলেন বনি(Actor Bonny Sengupta)।
সেই লেনদেন সূত্ৰেই তাঁকে তলব করেছিল ED। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরন টলিউডের নায়ক বনি সেনগুপ্ত(Actor Bonny Sengupta)। তাঁকে দেখেই সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন বনি।
নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের প্ৰেক্ষিতে বনির(Actor Bonny Sengupta) বিদেশ সফরের অর্থের উৎস নিয়েও বেশ চর্চা চলেছে। সে সম্পর্কে অভিনেতা বনি জানান- বিদেশ সফর সবই তাঁর টাকায় হয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির আরেক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনি চেনেন না বলে দাবি করেছেন।