কলকাতা: ভালোবাসার মাস, ভাষার মাস সব শুরু হয়ে গিয়েছে। আজ ৫ তারিখ, ৭ তারিখ থেকে শুরু ভ্যালেন্টাইন্স সপ্তাহ (Valentines Week)।
৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে Valentine’s সপ্তাহ। এক এক দিনের অর্থ এক একটি। ৭ থেকে ১৪ অবধি বলা যায় বাজার রমরমা। কোনওটি হাগ ডে, কোনোটি চকোলেট ডে। সব শেষে ভ্যালেন্টাইন্স ডে।
৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’ দেখুন:
৭ ফেব্রুয়ারি- Rose Day- ভ্যালেন্টাইন্স সপ্তাহের প্রথম দিনটাই শুরু ফুল দিয়ে। গোলাপ ফুল দিয়ে স্নেহ, ভালোবাসা জানানো হয় প্রিয়জনদের।
রোজ ডে-র দিন শুধুমাত্র যে প্রেমিক-প্রমিকারাই তাঁদের সঙ্গীকে ফুল দেন এই ভাবনা ভুল, বিভিন্ন রঙের গোলাপ বিভিন্ন তাৎপর্য বহন করে।

৮ ফেব্রুয়ারি- Propose Day- ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে প্রস্তাব দেওয়ার দিন। প্রোপোজ ডে-তে ভালোবাসার মানুষকে মনের কথা জানান।
৯ ফেব্রুয়ারি- Chocolate Day- এটি চকলেট দেয়ার দিন। ছোট্ট উপহার হলেও ভীষণ আদুরে এটি।

১০ ফেব্রুয়ারি- Teddy Day- এই বিশেষ দিনে পছন্দের মানুষকে টেডি বিয়ার উপহার দিতে পারেন। বিশাল বড় বড় টেডি পাওয়া যায় আজকাল।
১১ ফেব্রুয়ারি- Promise Day- অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। তবে একটি বাস্তব সত্য মনে রাখবেন, অঙ্গীকারবদ্ধরাই অঙ্গীকার ভাঙে বেশি। তাই যে অঙ্গীকার দেবেন তা রাখতে পারবেন কিনা, সেটা ভেবেই দিন। রাখতে না পারলে কারো মনে মিথ্যা আশা দেয়াটাই পাপ কাজ।
১২ ফেব্রুয়ারি- Hug Day- অর্থাৎ জড়িয়ে ধরার দিন। এই একটি হাগ জানেন তো মানুষকে কতটা সাহসী করে তোলে! এটি দিয়ে বোঝানো হয় আমি তোমার পাশে আছি, বা ভালোবাসা। এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে মনের ভাব প্রকাশ করতে পারেন।

১৩ ফেব্রুয়ারি- Kiss Day- জড়িয়ে ধরার মতোই ভালোবাসা প্রকাশের আরেক ধরন চুম্বন।

১৪ ফেব্রুয়ারি- অবশেষে সেই বিশেষ দিন Valentine’s Day।