নয়াদিল্লি: রাশিয়া একটি নির্বাচনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পুনরায় যোগ দিতে চাইছে যা তার আন্তর্জাতিক অবস্থানের মূল পরীক্ষা হিসাবে দেখা হবে।
উল্লেখযোগ্য যে, ইউক্রেনের রাজধানী কিয়েভের সংলগ্ন বুচা শহরে গণহত্যার জেরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) সদস্যপদ খুইয়েছে রাশিয়া।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় সদস্যরাষ্ট্রগুলোর ভোটের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখযোগ্য যে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাদ পড়ার ঘটনা তেমন ঘটে না। ২০১১ সালে বিরোধীদের ওপর সরকারি বাহিনীর সহিংসতার জন্যে লিবিয়াকে বরখাস্ত করা হয়েছিল।