গুয়াহাটিঃ মিনিট খানেকের ব্যবধানে জোড়া কম্পন। ভোরবেলা লোকজন যখন শান্তির ঘুম ঘুমোচ্ছিলেন সে সময় তুরস্ক (Turkey) ও সিরিয়ায় (Syria) জোড়া ভূমিকম্প (Earthquake) হয়। স্থানীয় সময় আজ ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প(Earthquake) আঘাত হানে। ৭.৮ মাত্রার বড় ভূমিকম্পে অন্তত ৬৪১ জন প্ৰাণ হারিয়েছেন। ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার কেঁপে ওঠে। সেই কম্পনের তীব্ৰতা ছিল ৬.৭। কয়েক শতাধিক আহত হয়েছে। মৃতের সংখ্যা এখনও বাড়ছে। ভূমিকম্পে মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো কয়েক ডজন ভবন ধসে পড়েছে। পড়ে আবারও আঘাত হানে ভূমিকম্প। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে মানুষ। তুরস্কে বেশি মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় সকলেই ঘুমিয়ে ছিলেন।

প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী ঘটনায় দুঃখ প্ৰকাশ করেছেন। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্ৰধানমন্ত্ৰী।
৭.৮ মাত্ৰা ভূমিকম্পের কেন্দ্ৰস্থল ছিল সিরিয়ার সীমান্ত (Syrian border) থেকে প্রায় ৯০ কিলোমিটার (৬০ মাইল) গাজিয়ানটেপ (Gaziantep city) শহরের উত্তরে। এটি সেই অঞ্চল যেখানে সিরিয়ার (Syria) গৃহযুদ্ধের লক্ষ লক্ষ শরণার্থী(Refugee) বাস করেছিল। ভূমিকম্পটি কায়রো (Cairo) পর্যন্ত অনুভূত হয়।
ভূমিকম্পের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছে তুরস্ক। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।