গুয়াহাটিঃ ইরাকের একজন তরুণ ইউটিউব তারকা। উজ্জ্বল সতেজ মেজাজের এক মেয়ে। হাত নেড়েচেড়ে তাড়াহুড়ো করে নিজের ভাল থাকার কথা বলেন। হাজার হাজার অনুরাগী তাঁর। নাম টিবা আল আলি(Tiba Al Ali)। সেই মেয়ে না কি তাঁর পরিবারের ‘লজ্জার কারণ’ হয়ে দাঁড়াচ্ছিলেন!
সম্প্রতি সেই মেয়েকেই নিজে হাতে খুন করেছেন তাঁর বাবা। প্রথমে শ্বাসরোধ করে তারপর গুলি করে নিজের মেয়ের হত্যা করেছেন। নিজের বাড়িতেই বেঘোরে মারা যান এক তরুণী ইউটিউবার। ইউটিউবার (Youtuber) টিবার (Tiba Al Ali) বাবা প্রকাশ্যেই খুনের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘লজ্জা ধুয়ে ফেললাম।’’
এই ঘটনায় ইরাকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বছর ২২য়ের টিবা আল আলি(Tiba Al Ali) দিওয়ানিয়া প্রদেশের বাসিন্দা গত ৩১ জানুয়ারী তাঁর বাবার হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ওই ইউটিউব প্রভাবীর ভক্তদের মধ্যে। মেয়েরা প্ৰতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে Social Mediaতেও। ইউটিউবারের (Tiba Al Ali) নৃশংস হত্যার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। তিবা, যিনি তুরস্কে বসবাস করতেন এবং ইরাকে গিয়েছিলেন, তুরস্কে স্বাধীনভাবে বসবাস করার সিদ্ধান্তে অসন্তুষ্ট হওয়ার কারণে তাঁর বাবা তাকে হত্যা করেছিলেন বলে জানা গেছে।
ইরাকের অভ্যন্তরীণ মন্ত্ৰী সাদ মান (Interior Ministry Spokesperson Saad Maan) টুইটে বলেছেন যে তাঁর মৃত্যুর খবরে পুলিশ হতবাক হয়ে গিয়েছিল। কারণ তার বাবা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছিলেন। বিরোধের নির্দিষ্ট প্রকৃতি সম্পর্কে আর কোনও তথ্য দেওয়া হয়নি।

ছবি, সৌঃ আন্তর্জাল
ইদানিং ইউটিউবার টিবার(Tiba Al Ali) ভক্ত সংখ্যাও বাড়তে শুরু করেছিল। যেখানে তিনি তাঁর দৈনন্দিন জীবনের ভিডিওগুলি শেয়ার করতেন। তাঁর প্ৰেমিকের সঙ্গেও বিভিন্ন মুহূর্ত শেয়ার করতেন টিবা। টিবা ও তাঁর প্ৰেমিকের যুগল রসায়ন পছন্দ করতেন ইউটিউবে তাঁর অনুরাগীরা।
রক্ষণশীল সমাজে বড় হয়েছেন Tiba Al Ali। পরিবারও রক্ষণশীল। সেই পরিবার থেকে বেরিয়ে ইউটিউবার প্রভাবী হওয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছিল তাঁকে। নিজের বাড়িতে তো বটেই নিজের দেশও ছেড়েছিলেন টিবা(Tiba Al Ali)।
দীর্ঘ ৫ বছর পর টিবা বাড়িতে বাবা-মায়ের কাছে ফিরেছিলেন। তবে টিবা বাড়িতে ফেরার পর থেকেই তাঁকে নিয়ে সমস্যা শুরু হয়। পুলিশ স্থায়ী সমাধানের জন্য তিবা আল আলি (Tiba Al Ali) এবং তাঁর আত্মীয়দের মধ্যে পারিবারিক বিরোধের মধ্যস্থতা করার চেষ্টা করেছিল।