নয়াদিল্লিঃ পাকিস্তানের পেশোয়ার শহরে (Peshawar in Pakistan) একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ২৮। ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। আজ অর্থাৎ সোমবার মসজিদে (Mosque) নামাজের সময় শহরের পুলিশ লাইনস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আফগানিস্তানের(Afghanistan border) সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে(Peshawar) দুপুরের নামাজের সময় এ ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে মসজিদের ছাদের একাংশ ও দেয়ালের কাঠামোর কিছু অংশ ধসে পড়েছিল এবং রক্তাক্ত জীবিতরা ধ্বংসস্তূপ থেকে ছিটকে পড়েছিল।

জনপ্ৰিয় সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট প্ৰকাশ, মসজিদটি একটি পুলিশ হাউজিং ব্লকের কাছে ছিল। এদিন দুপুর ২টো ৪৫ নাগাদ বিস্ফোরণটি ঘটে। সে সময় মসজিদের ভিতরে প্রায় ২৬০ জন লোকের উপস্থিতি ছিল।
বিস্ফোরণে মসজিদের একটা অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলোতে (Local Hospital) ভর্তি করা হয়েছে।
পেশোয়ারের হাসপাতালের একজন মুখপাত্ৰ মহম্মদ আসিম খান (Mahammad Asim Khan, a spokesman for the main hospital in Peshawar) জানিয়েছেন- “আমরা মৃতদেহ পেয়েছি। এটা একটা জরুরী অবস্থা’’।
পেশোয়ার শহরটি আফগানিস্তান সীমান্তসংলগ্ন (Afghanistan border)। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনার পর শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করে তোলা হয়েছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্ৰ নিন্দা করেছেন।