নয়াদিল্লি: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম Iran। জানা গিয়েছে, ভূমিকম্পে ইতিমধ্যে মারা গিয়েছেন ৭ জন। হয়তো সংখ্যাটা বাড়তেও পারে। আহত হয়েছেন ৪৪০ জন।
খবর অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ইরান-তুরস্ক সীমানার কাছে খয় শহরে জোরালো ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। তাহলে বোঝাই যাচ্ছে, বেশ বড়সড় ঝাঁকুনি দিয়েছে।
জানা যায়, ইরানের পশ্চিম দিকে আজারবেইজান প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সাধারণ মানুষের অবস্থা বিপর্যস্ত।
স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, ইরানের আপৎকালীন বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, ইরানের পশ্চিম আজ়াবেইজান প্রদেশে উদ্ধারবাহিনী গিয়েছে।
