কলকাতা: বর্তমানে ভারতীয়রা ফেসবুকে ঢুকতে পারছে না অধিকাংশ বাংলাদেশি নাগরিকের পৈশাচিক আনন্দে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩ -র ফাইনালে ভারতের হার দগদগে ঘায়ের মতো ফুটছে!
সেই ক্ষতে নুন -লঙ্কার ছিটে দিতে তৈরি বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা৷ এই পৈশাচিকতা কবে থেকে এলো? ভারত যে বন্ধুরাষ্ট্র, ভারত বাংলাদেশের পাশে না থাকলে যে কী হতো বা হবে সেটা কীভাবে তারা ভুলে যাচ্ছে?
বিশ্বকাপের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে বিষয়টা নিয়ে। এত ভারত বিদ্বেষী বাংলাদেশের অধিকাংশ লোকেরা? শুধু কী ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বলে! ধর্ম মুখ্য, মানুষ গৌণ!
বাংলাদেশি ফ্যানরা ক্যামেরার সামনে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভারতের হার তাদের কাছে সবচেয়ে আনন্দের৷ এবং ভারতের সাথে যদি কলাগাছের খেলাও হয় তবুও তারা ভারতকে নয়, কলাগাছকেই সমর্থন করবে! এর বিহিত কোথায়? এটা অশনি সঙ্কেত!
বাংলাদেশ রবিবার রাস্তায় নেমে পড়ে৷ যেন তারাই বিশ্বকাপ জিতেছে৷ অস্ট্রেলিয়ার জয়ে যতটা না খুশি ভারত হেরেছে সেটাই যেন আনন্দের কারণ। এগুলো এখন ভারতীয়দের কাছে বিরক্তিকর এবং রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সোশ্যাল মিডিয়ার একটি প্রোফাইল থেকে পোস্ট হওয়া ভিডিও এখন রকেটের মতোই ভাইরাল৷
একাধিক বাংলাদেশি ফ্যান বলেছেন যে শুধুমাত্র ভারতের হারেই তাদের এই আনন্দ৷ এক সমর্থক বলেছেন ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ৷’একাধিক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে।
ভারতীয়রা বলছে, বাংলাদেশ ফাইনালে জিতলেও বোধহয় তাঁরা এই পরিমাণ আনন্দ পেতেন না যতটা ভারত হারার পর পেয়েছেন৷
আবার বাংলাদেশের ই কয়জন ভারত সমর্থক। তাঁরা লিখছেন, বিষয়টা সুখকর নয়। এই দ্বন্দ্ব কিন্তু খারাপ সময় বয়ে আনতে পারে।