• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Saturday, March 25, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

পাকিস্তানের স্বপ্ন দেখে কোনো লাভ নেই: BNP-কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
February 18, 2023 8:48 am
পাকিস্তানের স্বপ্ন দেখে কোনো লাভ নেই: BNP-কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
48
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশে (Bangladesh) বাস করে পাকিস্তানের স্বপ্ন দেখে লাভ নেই। Pakistan ছাড়া পৃথিবীর কোথাও তদারকি সরকার ব্যবস্থা নেই। তারা পাকিস্তানকে কেন এত অনুকরণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন?

বাংলাদেশে আর কখনো তদারকি সরকার হবে না, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশসহ সব সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেইভাবে নির্বাচন হবে।

চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তাই পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ  শুক্রবার বন্দরনগর চট্টগ্রামে এ কথা বলেন।

তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধু সরকারি দলের নয়। বিএনপিসহ সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা। কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায়, তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা অগ্রহণযোগ্য করার দায়-দায়িত্ব তাদের।

তিনি বলেন, আগামী নির্বাচনকেও অংশগ্রহণমূলক ও অবাধ করার ক্ষেত্রে সরকারি দলের যেমন দায়িত্ব আছে, বিএনপিসহ বিরোধী দলেরও দায়িত্ব আছে। আমরা চাই একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক।

গতকাল বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামি লিগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে বৈঠক হয়েছে, সেখানে নানা বিষয়ের মধ্যে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

আমরা সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের জানিয়েছি এবং অন্যদেরও সেই কথাটি বলা হচ্ছে। আমরাও চাই দেশে আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।

ড. হাছান মাহমুদ বলেন, বিদেশিদের আনাগোনা সব সময় ছিল, বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো, তারা বাংলাদেশের ওপর ইন্টারেস্ট ফিল করছে। বাংলাদেশ যেহেতু ইমার্জিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবে।

আমাদের বাণিজ্য বহুমুখীকরণ হবে, আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারব। তাদের আগ্রহ আছে বিদায় আসছে, এটি দেশের জন্য ভালো।তিনি বলেন, ২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি তখন আকার অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর ষাটতম অর্থনীতির দেশ।

সেখান থেকে জিডিপির বিচারে ২৫টি দেশকে পেছনে ফেলে গত ১৪ বছরে আমরা জিডিপিতে ৩৫তম, পিপিপিতে ৩১তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছি। আগামী কয়েক বছর পর বাংলাদেশের ক্রম আরো ওপরে উঠবে। বাংলাদেশ ইকোনমিক্যালি ইমার্জিং টাইগার, সে জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করছে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই তাদের আস্থা নেই, তদারকি সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো বারবার সরকারের অধীনে নির্বাচন কেন বলেন সেটিই হচ্ছে আমার প্রশ্ন? নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, সরকার তখন শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে।

নির্বাচনকালীন যে সরকার দায়িত্বে থাকে পুলিশের একজন কনস্টেবল বদলি করারও ক্ষমতা থাকে না তাদের। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না সেই দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থেকে নির্বাচনে গেছে, ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে।

সুতরাং ২০১৪ সালের নির্বাচন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এর দায়-দায়িত্ব বিএনপি এবং তার মিত্র যারা নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে তাদের। তারা পাঁচ শ নির্বাচনী কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, বেশ কয়েকজন নির্বাচনী আধিকারীকসহ অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল ।

No Result
View All Result

Recent Posts

  • শুক্ৰবারের সন্ধ্যায় আকাশে চাঁদ আর শুক্ৰগ্ৰহকে নতুনভাবে দেখা গেল
  • খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সাংসদ পদ, মোদী সরকারের সমালোচনায় বিরোধীরা
  • ঢাকায় কিশোর গ্যাং গ্রুপের  ৪৩ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
  • বাংলাদেশে ভয়াল ২৫ মার্চ ইতিহাসের কলঙ্কিত দিন
  • Kolkata Fatafat Result আজ – March 24, 2023 লাইভ আপডেট
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd