নয়াদিল্লি: বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁরা বিয়ে করেছেন।
বর্তমানে বাংলাদেশ তোলপাড় তাঁদের বিয়ে এবং সাকিবকে নিয়ে। এই নিয়ে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন।
তসলিমা লিখেছেন: “বাংলাদেশের দুজন নর নারী মসজিদে বিয়ে করেছেন। ব্যাপারটা চমকপ্রদ। চার্চে বিয়ে হয়, মন্দিরে বিয়ে হয়। কিন্তু মসজিদে বিয়ে হয় না। সম্ভবত এই প্রথম হলো। একদিক দিয়ে ভাল। কারণ মেয়েদের তো মসজিদে প্রবেশাধিকার ছিল না, বিয়ের অজুহাতে হলেও নারীরা পদধূলি দিল মসজিদে।
পুরুষের মসজিদে নারীর পদধূলির খুব দরকার। যে মসজিদে প্রতিদিন নারীবিরোধী আয়াত সুরা খুতবা ওয়াজ উচ্চারিত হয়, সেই মসজিদের নারীবিরোধ বা নারীবিদ্বেষ স্তিমিত করতে পারে নারীর ঘন ঘন উপস্থিতিই। চার্চে যেমন নতুন বর বধুকে বলা হয়, তোমরা এখন পরস্পরকে চুম্বন করো।
মসজিদেও তেমন বলা হোক। নারী পুরুষের প্রেম এবং চুম্বনের সাক্ষী হয়ে থাকুক মসজিদ।
তারপর লিখেছেন, “বাংলাদেশের এক ক্রিকেটার ফেসবুকে লিখেছে ” স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়।
স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়। স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়। স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।” দেশের সর্বত্র যেভাবে নারীবিরোধী ধর্মের প্রচার চলছে, যেভাবে নারীবিদ্বেষী চরিত্রহীনদের ওয়াজ চলছে, ক্রিকেটার কেন, মন্ত্রী প্রধানমন্ত্রী ছাত্র শিক্ষক, ডাক্তার, ফুটবলার, উকিল, পুলিশ যে কেউ প্রভাবিত হতে পারে। ধর্মের প্রচারটা বন্ধ হোক, নারীবিদ্বেষী স্লোগানও অনেকটা বন্ধ হবে”।