• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Sunday, January 29, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

Bangladesh – Myanmar তুমব্রু সীমান্তে গোলাগুলি চলছেই

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
September 17, 2022 7:17 pm
Bangladesh – Myanmar তুমব্রু সীমান্তে গোলাগুলি চলছেই
200
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশে (bangladesh) বান্দরবানের (bandarban) নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে শনিবার আবারও গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে মুহুর্মুহু গুলিবর্ষণ হচ্ছে। সন্ধ্যার পরেও থেমে থেমে ছোড়া হচ্ছিল আর্টিলারি ও মর্টারের গোলা। এতে ফের আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ঝুঁকি এড়াতে ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পাশের কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। তবে বাংলাদেশ যুদ্ধ চায় না।

শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে। মায়ানমার (myanmar) থেকে ছোঁড়া গোলায় এক বাংলাদশি নিহত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাষ্ট্রসংঘে যাবার এ হুশিয়ারি দিয়েছেন।

জানা গেছে, বান্দরবানের (bandarban) নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের (myanmar) রাখাইন রাজ্যে আর্টিলারি ও মর্টারের মুহুর্মুহু গুলিবর্ষণ চলছে।

মিয়ানমার (myanmar) থেকে ছোড়া একটি মর্টারশেল গত শুক্রবার বান্দরবানের (bandarban) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া এলাকার সীমান্তে পড়ে। সেটির বিস্ফোরণ ঘটে একজন নিহত ও ছয় জন আহত হন। এর আগে শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যা (২২) নামে এক তরুণ।

বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতির কারণে ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। এর মধ্যে গতকাল সকাল থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিন চুপচাপ থাকার পর গত শুক্রবার সন্ধ্যা থেকে মুহুর্মুহু গুলি ও মর্টারের গোলা নিক্ষেপ শুরু করে মিয়ানমারের (myanmar) নিরাপত্তা বাহিনী।

থেমে থেমে গতকাল ভোররাত চারটা পর্যন্ত গোলাগুলি চলে। এতে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে লোকজন ঘর থেকে বের না হওয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঝুঁকি এড়াতে ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পাশের কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তর করা হয়। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীরা কুতুপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) সোহাগ রানা বলেন, গতকাল শনিবার সকালে ঘুমধুম কেন্দ্রের প্রায় ২৫০ এসএসসি পরীক্ষার্থীকে উখিয়ার কুতুপালং কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

অনেকে ব্যক্তিগত উদ্যোগে আগেভাগে কেন্দ্রে পৌঁছেছে। এই কেন্দ্রের পরীক্ষার্থী ৪৯৯ জন। মিয়ানমার সীমান্তে কারা গোলাগুলি চলছেই, গোলা এসে কোথায় পড়ছে, সেখানে (সীমান্তে) গিয়ে এসব তথ্য সংগ্রহের সুযোগ পুলিশের নেই।

সীমান্ত এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে বিজিবি তৎপর রয়েছে। গতকাল শনিবার সকাল থেকে নানাভাবে চেষ্টা করেও গণমাধ্যমকর্মীরা তুমব্রু সীমান্তের দিকে যেতে পারেননি।

পথেই বিজিবি চেকপোস্টে তাঁদের থামিয়ে দেওয়া হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি সদস্যরা কিছুই বলছেন না।তুমব্রু সীমান্তের শূন্যরেখার আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ (৫০) টানা ১০ বছর মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য ছিলেন।

তাঁর বাড়ি রাখাইন রাজ্যের মেদিপাড়ায়। তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে মিয়ানমারের (myanmar) পাহাড় থেকে মুহুর্মুহু গুলিবর্ষণের পাশাপাশি থেমে থেমে মর্টারের গোলা ছোড়া হচ্ছিল।

গোলাগুলি চলে গতকাল শনিবার ভোররাত চারটা পর্যন্ত। বেশ কিছু গুলি ও মর্টারের গোলা শূন্যরেখার বিভিন্ন জায়গায় এসে পড়েছে। রাত ৮টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে একটি মর্টারের গোলা আশ্রয়শিবিরের উত্তর পাশে কনোরপাড়া খালের পাশে এসে পড়ে।

তাতে তিন পরিবারের ছয় রোহিঙ্গা আহত হয়। পরে ইকবাল নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে ও পরে মিয়ানমারের একটি জেট ফাইটার বাংলাদেশ (bangladesh) সীমান্তের অভ্যন্তরে তুমব্রু এলাকা চক্কর দিয়ে রাখাইন রাজ্যের দিকে ফিরে গেছে। দিল মোহাম্মদ আরও বলেন, মাঝখানে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে শনিবার সকাল সোয়া নয়টা থেকে পুনরায় শুরু হয়েছে মুহুর্মুহু গুলিবর্ষণ।

থেমে থেমে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টারের গোলা। অবস্থা দেখে মনে হচ্ছে, গোলাগুলি হচ্ছে একতরফাভাবে। শূন্যরেখার আশ্রয়শিবিরে গুলি ও মর্টারের গোলা নিক্ষেপের ঘটনা পরিকল্পিত মনে হচ্ছে। কারণ, মিয়ানমারের (myanmar) নিরাপত্তা বাহিনী বহু আগে থেকেই চাইছে আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের অন্যত্র (বাংলাদেশে) সরিয়ে দিতে।

কিন্তু রোহিঙ্গারা এই আশ্রয়শিবির ছেড়ে কোথাও যেতে রাজি নয়। কারণ, এই শিবিরের পেছনে রাখাইন রাজ্যেই রোহিঙ্গাদের বাড়ি। বাড়ি ফিরতে হলে কিংবা বাড়ির ফেরার সুযোগ সৃষ্টি হলে রোহিঙ্গারা এই আশ্রয়শিবির থেকেই হাঁটাপথে বাড়ি ফিরতে ইচ্ছুক।

তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পাঁচ বছর ধরে আশ্রয়শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত ৪ হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা। আশ্রয়শিবির ঘেঁষে (পেছনে) মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড়। পাহাড়ের ওপর দেশটির বিজিপির একাধিক তল্লাশিচৌকি।

আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের ত্রাণসহায়তা দিচ্ছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। ১৫ দিন পরপর সেখানে ত্রাণসহায়তা দেওয়া হয়।তুমব্রু সীমান্তের বাসিন্দা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টু বলেন, মিয়ানমারের গোলায় আহত পাঁচ রোহিঙ্গা বর্তমানে উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

অবস্থার অবনতি হওয়ায় সাদিয়া নামের এক শিশুকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা কিশোর ইকবালের মরদেহ দুপুর ১২টা পর্যন্ত শূন্যরেখার আশ্রয়শিবিরে আনা হয়নি। ব্যাপক গোলাগুলি ও মর্টারের গোলা নিক্ষেপের ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। থমথমে পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান, গত শুক্রবার মর্টারশেল ও ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের পর স্থানীয়রা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভয়ে সীমান্ত লাগোয়া জুমক্ষেতে ফসল আনতে যেতে পারছেন না তারা।

এর মধ্যে গতকাল শনিবার সকাল থেকে আবারও সীমান্তের ওপারে গোলাগুলি চলছেই। সব সময় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন।

শফিউল আলম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে। আমরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছি। অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।
শূন্যরেখার আশ্রয়শিবিরে ৫ নম্বর শেডের মাঝি মো. ছাদেক বলেন, গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের গোলাটি আশ্রয়শিবিরের উত্তর পাশের কোনারপাড়া খালের ভেতরের অংশে পড়েছে।

সেখানে রোহিঙ্গাদের বসতি কম। গোলাটি আশ্রয়শিবিরের ২০ থেকে ৩০ গজ ভেতরে পড়লে হতাহত মানুষের সংখ্যা আরও বেড়ে যেত। এ ছাড়া শূন্যরেখার বিভিন্ন জায়গায় কয়েকটি গোলা এসে পড়েছে। কাঁটাতারের পাশে মিয়ানমার সীমান্তরক্ষীদের টহল বাড়ানো হয়েছে।

রাখাইন রাজ্যে মুহুর্মুহু গোলাগুলির শব্দ এবং এপারে গোলা এসে পড়ার ঘটনায় আতঙ্কে আছেন ঘুমধুমের কয়েকশ কৃষক। ১০ থেকে ১৫ দিন ধরে তাঁরা মাঠে নামতে পারছেন না। মিয়ানমার সীমান্তে অন্তত ৭০০ একর জমিতে বাংলাদেশি কৃষকেরা ধান ও শাকসবজির চাষ করেন।

গত শুক্রবার বিকেলে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাছাকাছি জায়গায় গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তঞ্চঙ্গ্যা (২২) নামের বাংলাদেশি এক তরুণের বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়। ঘুমধুমের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়ার বাসিন্দা ওই তরুণের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

শূন্যরেখায় আরও মাইন পোঁতা থাকতে পারে এমন শঙ্কায় মাঠে যাচ্ছেন না কৃষকেরা।ঘুমধুম ইউপির চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, গত এক মাসের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনায় ঘুমধুমের মানুষ আতঙ্কে আছেন। তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না।

দোকানপাট, ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) সোহাগ রানা বলেন, বর্তমানে সীমান্ত এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে বিজিবি তৎপর রয়েছে। কেউ বাড়িঘর ছেড়েছে কি না এই বিষয়ে এখনও কিছু জানি না। এলাকায় নিরাপত্তা জোরদার করছি।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সীমান্তের পরিস্থিতি ভালো না। মিয়ানমারের অভ্যন্তরীণ গোলোযোগের কারণে ঘুমধুমের তমব্রু সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকার বাসিন্দারা যাতে আতঙ্কিত না হয়, সে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে নজরদারি করছে প্রশাসন।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আজ কক্সবাজারের উখিয়া উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কাজ না হলে জাতিসংঘকে জানানো হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা কথা দিয়ে কথা রাখেনি।

তাদের দেশের কনফ্লিক্ট, গুলি তাদের সীমানায় থাকা উচিত। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে আশা করছি।
তিনি আরও বলেন, সম্প্রতি আমরা দেখছি মিয়ানমার শুধু রোহিঙ্গা নয়, তাদের অনেক নৃগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড, চীন, মিজোরাম এবং আমাদের সীমানা ধরে।

আমরা লক্ষ্য করছি আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠী সেখানে যুদ্ধ করছে। তাদের সঙ্গে কখনো দেখি ভালো ভাব, কখনো দেখি যুদ্ধ। ভেতরে কী রহস্য সেটা তারাই ভালো জানে। তাদের যুদ্ধ তাদের সীমানায় থাকা উচিত।

মিয়ানমার সীমানার পাশে জিরো লাইনে একটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। গত শুক্রবার সেই ক্যাম্পে গোলাবারুদের আঘাতে একজন মারা গেছে। কয়েকজন আহত হয়েছে। আমরা তীব্রভাবে এর নিন্দা করছি।

তাদের এই গোলাবারুদ বন্ধের জন্য আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ফরেন মিনিস্ট্রি এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি তারা ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে সংযত থাকবে। তারা যাতে আর না আসে সেই ব্যবস্থা আমাদের বিজিবি করছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে একজন এসেছে, তাকে আমরা পুশব্যাক করেছি।

No Result
View All Result

Recent Posts

  • ‘মন কি বাত’ ৯৭তম এপিসোডে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী আদিবাসী পদ্ম সম্মান প্ৰাপকদের প্ৰশংসা করলেন
  • ভাবমূর্তি নষ্ট করাই উদ্দেশ্য! মার্কিন সংস্থার অভিযোগের জবাবে আদানি গোষ্ঠী
  • পাকিস্তানের বালোচিস্তানে বাস দুর্ঘটনায় হত কমপক্ষে ৪১
  • অসমের কোকরাঝাড়ে ফোর্থ গ্ৰেড কর্মচারিকে প্ৰহার জেলা শাসকেরঃ হাসপাতালে ভর্তি
  • জনসভায় যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্ৰী নব কিশোর দাস
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd