ঢাকা: বিএনপিকে তুলোধুনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিএনপি- জামায়াতের আন্দোলনের কথা উল্লেখ করে সরকারপ্রধান হাসিনা বলেন, সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দেওয়া যায়, সেটাই আমরা দেব। তবে যে হাত দিয়ে মানুষ পোড়াবে সেই হাত পুড়িয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারবে পোড়া মানুষের কষ্ট। এটাই হবে তাদের সঠিক শাস্তি।
তিনি বলেন, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, দেশবাসী যেন এ বিষয়ে সতর্ক থাকে, যেভাবে ২০১৪ সালে সতর্ক থেকে প্রতিরোধ করেছিল।
হাসিনা বলেন, ২৮ তারিখে বিএনপি যেসব ঘটনা ঘটাল, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপাল, সাংবাদিকদের যেভাবে পেটাল- এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।