ঢাকা: থাইল্যান্ডের সোংখলা প্রদেশে এক যৌথ অভিযানে গত রবিবার সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দ্য থাইগার নামে গণমাধ্যম সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ওই সাতজন ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে সন্ন্যাসী বা বৌদ্ধভিক্ষুর বেশ ধরেছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালায়।
এরপরেই তারা হাতেনাতে ধরা পড়ে। থাইগার বলছে, তাদের সবার মাথা কামানো ছিল এবং পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক। তারা স্থানীয়দের সঙ্গে মিশে যায় এবং কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মালয়েশিয়া যেতেই এ পন্থা বেছে নিয়েছিলেন।
গ্রেপ্তার সাতজনের মধ্যে একজনের বয়স ৪৬ বছর। তিনি ওই দলের নেতৃত্বে ছিলেন বলে স্বীকার করেছেন।দেশটি এনিয়ে আরও অনুসন্ধানে় জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ থেকে মায়ানমারের তাক প্রদেশের মায়ে সৎ জেলার এক বিরল রুট দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করে।
তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সাতজনের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।