• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Friday, February 3, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

মুজিববর্ষে বঙ্গবন্ধুর অফিসিয়াল বায়োগ্রাফি চান মুনতাসীর মামুন

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
January 24, 2020 10:02 am
মুজিববর্ষে বঙ্গবন্ধুর অফিসিয়াল বায়োগ্রাফি চান মুনতাসীর মামুন
72
VIEWS
Share on FacebookShare on Twitter

সম্প্রতি বঙ্গবন্ধু চর্চা বাড়লেও বেশিরভাগ ক্ষেত্রে চর্বিতচর্বণ হচ্ছে বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, ইদানীং বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই কাজ করছেন। তবে, তাঁকে নিয়ে গবেষণার জন্য তো ম্যাটেরিয়ালস লাগবে। মানুষ তো সেটা পাচ্ছে না। পুরনো জিনিসই বারবার চলছে। শতবর্ষ উপলক্ষে শত বইয়ের প্রকাশের উদ্যোগকে ইতিবাচক বলেও বইয়ের ভেতরকার তথ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ভয় হচ্ছে এই শতবর্ষ উপলক্ষে যেভাবে বই করা হচ্ছে, সেগুলোর তথ্য কোথায়। দেখা যাবে সব বইয়েই ঘুরেফিরে একই ধরনের তথ্য। শতবর্ষে বঙ্গবন্ধুর অফিসিয়াল বায়োগ্রাফি দেখতে চান এই গবেষক। বাংলা ও ইংরেজি ভাষায় রাষ্ট্রীয়ভাবে একটি পূর্ণাঙ্গ বায়োগ্রাফি করা গেলে তা স্থায়ী সম্পদে পরিণত হতো মনে করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেছেন। লিখেছেন একাধিক বইও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বও পালন করেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন। মুনতাসীর মামুন ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং একই বিভাগ থেকে ১৯৮৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্বাধীনতার পর ইতিহাস বিভাগ থেকে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন মুনতাসীর মামুন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ১ মার্চ থেকেই পাকিস্তানীরা গণহত্যা শুরু করে দিয়েছিল। একাত্তরে ৩০ লাখ নয়, তারও অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছে। ধর্ষিতের সংখ্যা ২ লাখ বলা হলেও প্রকৃতপক্ষে সংখ্যাটি হবে ৫ লাখের বেশি।

প্রত্যেক গণহত্যার একটি রাজনীতি আছে। আমি একে অপরাজনীতি বলি। বাংলাদেশেও অপরাজনীতি হয়েছে। এখনও হচ্ছে। ১৯৭৫ পরবর্তী এ দেশের সামরিক শাসকরা গণহত্যার বিষয়টি ভুলিয়ে দিতে চেয়েছিল। তারা গণহত্যার চেয়ে বিজয়ের বিষয়টি বেশি সামনে এনেছে। এর সুবিধা হলো আলবদর, আলশামসদের রাজনীতিতে নিয়ে আসা। এভাবে মুক্তিযুদ্ধের রাজনীতিটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। যখন আমরা গণহত্যাকে উপেক্ষা করি তখন আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে উপেক্ষা করি।

পাকিস্তানীরা পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছিল জানিয়ে তিনি বলেন, নিয়াজীর টাইপ করা একটি দলিল আমরা পেয়েছি। পাকিস্তানী জেনারেল সেখানে লিখেছেন, ‘দেয়ার মাস্ট বি মোর কিলিং, মোর মোপিং আপ এ্যান্ড মোর হুইচ হান্টিং।’ এবং একটি জায়গায় সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে তিনি বলেছিলেন, ৭৫ ভাগ বাঙালী সিভিল অফিসার, ডাক্তার, প্রফেসরকে শেষ করে দিতে হবে। এবং কারফিউয়ের মধ্যেই শেষ করতে হবে। বুদ্ধিজীবী হত্যাও এই পরিকল্পনার মধ্যে ছিল। এ থেকে নিশ্চিত হওয়া যায়, একাত্তরের গণহত্যা কোন আকস্মিক ব্যাপার ছিল না।

মুনতাসীর মামুন বলেন, ১৯৭২ সালে আমরা সেকুল্যার রাষ্ট্র পেলাম। সেখানে অন্যতম প্রধান চাওয়া ছিল, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধকরণ ও স্বাধীনতা বিরোধীদের পরিত্যাগ করা। কিন্তু ১৯৭৫ পরবর্তী নষ্ট রাজনীতি সেগুলোকে ফিরিয়ে আনে। ইতিহাসটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান ১৯৪৭ সাল ফিরিয়ে এনেছিলেন। অস্ত্র ও অর্থের সাহায্যে এই ন্যারেটিভ চাপিয়ে দিলেন। বলা হলো, ধর্ম প্রধান, রাষ্ট্র হবে ধর্মীয়। এই রাষ্ট্র হবে মুসলমানদের, রাজাকার আর আলবদররা কেন পরিত্যাজ্য হবে? পৃথিবীতে বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যেখানে পরাজিতদের ক্ষমতায় আনা হয়েছিল। রাজাকার, আলবদর, আলশামসদের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বানানো হয়েছিল।

No Result
View All Result

Recent Posts

  • মধ্যবিত্তের জন্য ফের বড় ধাক্কা, ফের দাম বাড়ল দুধের
  • বাংলাদেশ পাতাল রেলের পথে ধাবিত, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Sheikh Hasina
  • বাংলাদেশে সাংসদ নির্বাচনে অল্পভোটে হেরে উচ্চ আদালতে যাবার ঘোষণা Hero Alomর
  • আগামী ৯ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Sheikh Hasina
  • ৩ ফেব্রুয়ারি আপনার রাশিফল দেখে নিন
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd