ঢাকা: আজ মুক্তি পাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতছবি ‘মুজিব : একটি জাতির রূপকার’ আজ শুক্রবার, ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে।
সারা বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক হচ্ছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। এবং ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া,ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।