ঢাকা: মেহজাবিন চৌধুরীর অভিনয় আপামর বাঙালিকে মুগ্ধ করে রেখেছে। তিনি বাংলাদেশের মডেল ও অভিনেত্রী। বাংলাদেশে তো বটেই, ভারতেও তাঁর প্রচুর ভক্ত।

আর এবার মেহজাবিন প্রথম সাকরাইন পালন করলেন। বাঙালির ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পৌষ সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব উদযাপন করা হয়।

একে সাধারণত ‘পৌষসংক্রান্তি’ বা শুধু ‘সংক্রান্তি’ নামে অনেকে চেনেন। তবে পুরান ঢাকার মানুষের কাছে এটি হচ্ছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব (Shakrain Festival)। Shakrain উৎসব বিখ্যাত।

ঐতিহ্যবাহী Shakrain উৎসবে যোগ দেন জনগণ।ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। এবার মেহজাবিনও ঘুড়ি ওড়ালেন।