ঢাকা:বাংলাদেশে যে কোনো জিনিসের প্রচুর দাম। একজন বলছেন, দুটো ডালিম কিনতে খরচ পড়েছে ১৭০ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো আকাশছোঁয়া।
মূল্যস্ফীতির রেকর্ড হচ্ছে। এক বছরের ব্যবধানে মানুষের খরচ সাড়ে ৯ শতাংশের বেশি বেড়েছে। কিন্তু আয় বাড়ছে না।
তবে তারমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে লিপস্টিকের চাহিদা। লিপস্টিকের জোগান দিতে পারছে না ব্যবসায়ীরা। লিপস্টিকের চাহিদা বাড়ার কারণ কী?
চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ঠোঁটে ব্যবহারের উপকরণ বা লিপস্টিক-জাতীয় পণ্য আমদানি হয়েছে ৪০ হাজার ৭৭৫ কেজি। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে আমদানি হয় ২৬ হাজার ৮৫৩ কেজি।
তবে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বাড়লেও নিজের এলাকার (রংপুর) মানুষ কষ্টে নেই বলে দাবি করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর কথায় এলাকার ‘নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন।’